TRENDING:

‘অনেক পুরনো কথা মনে পড়ছে’, খৈয়ামের মৃত্যুতে ট্যুইটারে শোকপ্রকাশ লতার

Last Updated:

প্রয়াত কিংবদন্তী সঙ্গীত পরিচালক মহম্মদ জাহুর খৈয়াম হাসমি। সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। '

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রয়াত কিংবদন্তী সঙ্গীত পরিচালক মহম্মদ জাহুর খৈয়াম হাসমি। সোমবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩ বছর। 'কভি কভি', 'উমরাও জান'-এর মতো জনপ্রিয় ছবির সঙ্গীত পরিচালক খৈয়াম।
advertisement

সঙ্গীত পরিচালক খৈয়ামের প্রয়াণে ট্যুইটে শোকপ্রকাশ করেছেন লতা মঙ্গেশকর ৷ ট্যুইটে তিনি লিখেছেন, ‘আমাকে বোন বলেই ডাকতেন তিনি ৷ আমার দেখা অন্যতম সেরা সুরকার তিনি ৷ অনেক কিছু শিখেছি তাঁর থেকে৷’

লতা মঙ্গেশকর ট্যুইটে আরও লিখলেন, ‘অনেক পুরনো কথা মনে পড়ছে ৷ চোখের সামনে সেই সব সময় ভেসে উঠছে ৷ সত্যিই তাঁর প্রয়াণে খবরে আমি শোকাহত ৷’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
‘অনেক পুরনো কথা মনে পড়ছে’, খৈয়ামের মৃত্যুতে ট্যুইটারে শোকপ্রকাশ লতার