মৃত্যুকালে লতা মঙ্গেশকরের বয়স হয়েছিল ৯২ বছর (Lata Mangeshkar Passes Away)। কেন্দ্রীয় সরকারের তরফে দু'দিনের রাষ্ট্রীয় শোক পালন ঘোষণা করা হয়েছে। তাঁর মৃত্যু ভারতের সংস্কৃতি জগতে তৈরি করল এক শূন্যতা। আর এই শূন্যতা কোনওদিন পূরণ হবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবরে ব্যথিত প্রধানমন্ত্রী ট্যুইট করে জানান তিনি নির্বাক। মোদি লিখেছেন, 'আমি আমার ব্যথার কথা বলে প্রকাশ করতে পারব না। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি আমাদের দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন অকুতোভয় হিসেবে মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।'
আরও পড়ুন: প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকরের সঙ্গে ছবি শেয়ার করে শোকবার্তা লিখেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি লিখেছেন, 'একজন ভারতরত্ন, লতাজির কৃতিত্ব অতুলনীয় থাকবে।' শোকপ্রকাশ করে ট্যুইটারে বার্তা দিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। তিনি লিখেছেন, 'ভারতীয় সিনেমার কোকিলকণ্ঠী লতাজির প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। ভারতের কণ্ঠস্বর হারাল আজ লতাজির প্রয়াণে...'।
আরও পড়ুন: প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, ভারতীয় সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকবার্তা দিয়েছেন। ট্যুইটারে তিনি লিখেছেন, 'কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে আমরা রিক্ত হলাম। সুরসম্রাজ্ঞী ও অনন্য প্রতিভাময়ী সর্বজনশ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দীর্ঘ আট দশক ধরে কণ্ঠের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। হিন্দি, মারাঠি, বাংলা সহ ছত্রিশটিরও বেশি ভারতীয় ও বিদেশি ভাষায় তাঁর গাওয়া অগণিত ক্লাসিকাল,গজল, ভজন, আধুনিক ও সিনেমার গান আজও সমান জনপ্রিয়। বাংলার সঙ্গীতজগতের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। আমাদের নক্ষত্রদের সাধনা ও তাঁর প্রতিভা পরস্পরকে সমৃদ্ধ ও অভিষিক্ত করেছিল। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, লিজিয়ন অফ অনার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস' অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ অজস্র পুরস্কার ও সম্মানে তিনি ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে সঙ্গীতজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি লতা মঙ্গেশকরের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'