এবার থেকে বাড়িতে বসেই যে কোনও রাজ্যের ভোটার লিস্টে নিজের নাম নথিভুক্ত করা যাবে ৷ পুরনো ভোটার আই কার্ডে কোনও ভুল থাকলে সেটিও অনলাইনে বদলে ফেলতে পারবেন ৷ এর জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট https://www.nvsp.in/ গিয়ে নাম নথিভুক্ত বা কোনও তথ্য বদলাতে চাইলে তার আবেদন করতে হবে ৷ সাইটে নির্ধারিত ফর্ম ফিল আপ করে এই কাজ করতে পারবেন ৷
advertisement
সাধারণত প্রত্যেক নির্বাচনের আগে ভোটার লিস্ট আপডেট করা হয়ে থাকে ৷ তাই নির্বাচনের আগে ২০ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন সকলে ৷ এছাড়া ECI নতুন অ্যাপ চালু করছে ৷ নতুন রেজিষ্ট্রেশনের বিষয়ে এসএমএস-এর মাধ্যমে আধিকারিকদের জানানো হবে ৷
এর আগে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে হত৷ বুথ স্থরের আধিকারিকদের সাহায্য নেওয়া হত ৷ প্রত্যেক বাড়ি গিয়ে ভোটারের নাম ও ঠিকানা যাচাই করা হত ৷ তবে অনলাইনের মাধ্যমে লিস্ট আপডেট করা আরও সহজ হয়ে গিয়েছে ৷ দেশজুড়ে প্রায় ৭৫০০ নির্বাচন আধিকারিকদের নতুন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা হয়েছে ৷
কী কী ডকুমেন্টস লাগবে ?
পাসপোর্ট সাইজের ছবি
পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, হাই স্কুলের মার্কশিট
আপনার অনুরোধের স্থিতি অনলাইনে দেখতে পাবেন
এক মাসের মধ্যে আপনার ভোটার আই কার্ড রিলিজ করে দেওয়া হবে