ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিক জানালেন, বৃহস্পতিবার নিজস্ব সূত্রে লস্কর জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে সাপোরের ওই বাড়িটি ঘিরে ফেলে সেনা ৷ বাইরে থেকে ক্রমাগত আত্মসমর্পণ করার জন্য বলা হয় ওই জঙ্গিকে ৷ বহুবার বলার পরেও বন্দি জঙ্গি কোনও উত্তর না দিলে ভারতীয় জওয়ানরা তাঁর বাবা মা-কে অনুরোধ করেন ছেলেকে বোঝানোর জন্য ৷ সেনার তরফে তাদের আশ্বস্ত করা হয় আত্মসমর্পণ করলে ওই জঙ্গির কোনও ক্ষতি হবে না ৷
advertisement
সেনার কথা শুনে নিজেদের ছেলেকে বোঝাতে থাকেন ওই জঙ্গির মা-বাবা ৷ লস্করে যোগ দেওয়া ওই জঙ্গির নাম সমীর ওরফে উমাক খালিক মীর ৷ মা ও বাবার বারংবার অনুরোধ-উপরোধ ফেলতে না পেরে রাজি হয় সমীর ৷
তাঁর মা স্বয়ং সেনাকে প্রতিশ্রুতি দিয়ে লস্কর জঙ্গিকে বাড়ির বাইরে আনার দায়িত্ব নেন ৷ জওয়ানদের থেকে অনুমতি নিয়ে বাড়িতে ঢুকে সমীরকে বাইরে নিয়ে আসেন তিনি ৷
অস্ত্র ছেড়ে সেনার কাছে আত্মসমর্পণ করে ২৬ বছরের উমাক খালিক মীর ৷ চলতি বছরের মে মাসে সে যোগ দিয়েছিল জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবায় ৷
এই সাফল্যে পর সেনার এক আধিকারিক বলেন, ‘সন্ত্রাসের সামনে জয়ী হয়েছে মাতৃস্নেহ ৷ এভাবে তরুণ প্রজন্মকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত ৷’