আরও পড়ুন- মেঘ ভাঙা বন্যায় এখনও নিখোঁজ বহু! বিপর্যয় মাথায় নিয়েই ফের শুরু অমরনাথ যাত্রা?
তাঁর অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং কয়েকদিনের মধ্যেই তাঁকে একটি ওয়ার্ডে স্থানান্তরিত করা হতে পারে, জানিয়েছে হাসপাতালের এক সূত্র। হিন্দিতে একটি ট্যুইটে মিসা ভারতী বলেন, “শ্রদ্ধেয় শ্রী লালু প্রসাদ জির স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে, আপনাদের প্রার্থনা এবং দিল্লির AIIMS-এর ভাল চিকিৎসার কারণে। এখন লালুজি বিছানায় উঠে বসতে পারছেন, কিছু ধরে দাঁড়াতেও পারবেন। প্রতিটি সমস্যা থেকে বেরিয়ে আসার কৌশল লালু প্রসাদ জির চেয়ে কেই বা আর ভালো করে জানে।” “লালুজির অবস্থা এখন অনেক ভাল, তাঁর ইচ্ছাশক্তি এবং আপনাদের প্রার্থনার কারণে। অনুগ্রহ করে গুজবে কান দেবেন না। আপনাদের প্রার্থনায় তাঁকে সুস্থ রাখুন,” আবেদন করেন ভারতী।
advertisement
গতদিনই, কংগ্রেস নেতা রাহুল গান্ধি লালু প্রসাদের সঙ্গে দেখা করেন এবং চিকিত্সকদের কাছ থেকে তাঁর স্বাস্থ্যের খোঁজখবরও নেন। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে একাধিক ফ্র্যাকচার নিয়ে পটনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন লালু প্রসাদ। বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে দিল্লিতে আনা হয়।
আরও পড়ুন- বিশ্বজুড়ে পালিত Eid-Al-adha! কেন বকরি ইদে ছাগলের কুরবানি দেওয়া হয় জানেন?
পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় জামিনে মুক্তি পেয়ে লালু প্রসাদ গত মাসেই ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে কিডনি প্রতিস্থাপনের জন্য বিদেশ, বিশেষ করে সিঙ্গাপুরে ভ্রমণের অনুমতি পেয়েছিলেন। তাঁর পক্ষে সিঙ্গাপুরে যাওয়া সম্ভব হবে কিনা এই বিষয়ে তাঁর ছেলে এবং বিহার বিধানসভার বিরোধী দলের নেতা তেজস্বী যাদব জানান, তিনি যদি দুই-চার সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক ভ্রমণ করতে পারেন, “আমরা তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যেতে পারি।”