TRENDING:

Lalu Prasad Yadav: হঠাৎ সভার মাঝে মমতাকে নিয়ে এ কী প্রশ্ন করে বসলেন লালু প্রসাদ যাদব? চমকে গেলেন সবাই!

Last Updated:

Lalu Prasad Yadav: সনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও সীতারাম ইয়েচুরির সামনেই এমন অস্বস্তিকর প্রশ্ন করে বসেন আজ লালু প্রসাদ যাদব। লালুর এমন কথায় হতচকিত হয়ে যান বাকিরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে বাম-কংগ্রেসের তীব্র আক্রমণ কেন? সূত্রের খবর, সনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও সীতারাম ইয়েচুরির সামনেই এমন অস্বস্তিকর প্রশ্ন করে বসেন আজ লালু প্রসাদ যাদব। লালুর এমন কথায় কিছুটা হলেও হতচকিত হয়ে যান বাকিরা।
লালু প্রসাদ যাদব
লালু প্রসাদ যাদব
advertisement

জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে জোট নিয়ে যখন আলোচনা চলছে তখন কেন অন্যতম সহযোগী দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন আরও একজন শরিক লালু প্রসাদ যাদব৷ যদিও এই নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু বলেননি। তবে কি এবার কংগ্রেস নেতৃত্ব তাদের রাজ্য নেতৃত্বকে সংযত থাকতে বলবেন? উত্তর পাওয়া যাবে কয়েকদিনেই।

advertisement

আরও পড়ুন : বলুন তো সাপের গায়ে কী দিলে সাপ সঙ্গে সঙ্গে লেজ গুটিয়ে পালায়? শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এ বার বড় ঘোষণা করল বিরোধী শিবির৷ সেখানে ঘোষণা করা হল নতুন বিরোধী জোটের নাম৷ বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’৷ বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়েছে৷ আর এই সিদ্ধান্তের পরেই ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেছেন ডেরেক’ও ব্রায়েন৷ তিনি ট্যুইটারে লিখেছেন, ‘চক দে ইন্ডিয়া৷’

advertisement

মঙ্গলবার বেঙ্গালুুরুতে বৈঠকে বসেছে বিরোধীদলগুলি৷ আর উল্লেখযোগ্য ভাবে এই দিনেই পাশাপাশি সহযোগী দলগুলিকে নিয়ে বৈঠকে বসেছে বিজেপিও৷ উল্লেখ্য, এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল, মানে সোমবার বিকেলেই বেঙ্গালুরুতে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি দেখা করেছিলেন বিরোধী দলের নেতাদের সঙ্গে৷ নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Lalu Prasad Yadav: হঠাৎ সভার মাঝে মমতাকে নিয়ে এ কী প্রশ্ন করে বসলেন লালু প্রসাদ যাদব? চমকে গেলেন সবাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল