জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে জোট নিয়ে যখন আলোচনা চলছে তখন কেন অন্যতম সহযোগী দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন আরও একজন শরিক লালু প্রসাদ যাদব৷ যদিও এই নিয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু বলেননি। তবে কি এবার কংগ্রেস নেতৃত্ব তাদের রাজ্য নেতৃত্বকে সংযত থাকতে বলবেন? উত্তর পাওয়া যাবে কয়েকদিনেই।
advertisement
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এ বার বড় ঘোষণা করল বিরোধী শিবির৷ সেখানে ঘোষণা করা হল নতুন বিরোধী জোটের নাম৷ বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’৷ বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়েছে৷ আর এই সিদ্ধান্তের পরেই ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেছেন ডেরেক’ও ব্রায়েন৷ তিনি ট্যুইটারে লিখেছেন, ‘চক দে ইন্ডিয়া৷’
মঙ্গলবার বেঙ্গালুুরুতে বৈঠকে বসেছে বিরোধীদলগুলি৷ আর উল্লেখযোগ্য ভাবে এই দিনেই পাশাপাশি সহযোগী দলগুলিকে নিয়ে বৈঠকে বসেছে বিজেপিও৷ উল্লেখ্য, এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল, মানে সোমবার বিকেলেই বেঙ্গালুরুতে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি দেখা করেছিলেন বিরোধী দলের নেতাদের সঙ্গে৷ নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল৷