পটনা: বিহার বিধানসভা নির্বাচনে আজ, বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন৷ এই পর্বেই নির্ধারিত হচ্ছে তাঁর ছেলে তেজস্বী যাদবের ভোটভাগ্য৷ এদিন সকাল সকালই সপরিবার ভোট দেন তিনি৷ ভোট পরবর্তী ছবি পোস্ট করে নিজস্ব ঢঙে বার্তাও দিতে দেখা যায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে৷
advertisement
সোশ্যাল মিডিয়ার পোস্টে লালুপ্রসাদ লিখেছেন, ‘তাওয়ায় রুটি শেঁকার সময় পাল্টাতে থাকতে হয়, নাহলে রুটি পুড়ে যায়৷’
২০০৫ সাল থেকে শুরু হয়েছে৷ এখন ২০২৫৷ সেই কথা তুলে সরাসরি সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন লালু৷ লালুপ্রসাদের মন্তব্য, ‘২০ বছর অনেক হল! এখন তরুণ সরকার এবং নতুন বিহারের জন্য তেজস্বীর সরকার অত্যন্ত প্রয়োজন৷’
এই পোস্টের সঙ্গে তাঁর নিজের, স্ত্রী রাবড়ি দেবী ও ছেলে তেজস্বীর ভোটদান পরবর্তী ছবিও পোস্ট করেছেন তিনি৷
রাজনীতির কারবারিরা অবশ্য বলছেন, লালুর এই মন্তব্য লালুর নিজের নয়৷ প্রখ্যাত সমাজবাদী নেতা ড. রাম মনোহর লোহিয়ার ‘রুটি ওল্টানোর’ থিওরি উল্লেখ করেছেন লালু৷ ড. রাম মনোহর লোহিয়ার ‘রুটি পাল্টানো’ থিওরি বলে সামাজিক উন্নয়ন ও গণতান্ত্রিক পরিকাঠামো বাঁচিয়ে রাখার জন্য সরকার পরিবর্তন অত্যন্ত জরুরি৷ তাঁর যুক্তি ছিল, ‘রুটি একদিকে সেঁকলে রুটির একদিক পুড়ে যায়৷ অন্যদিক কাঁচা থাকে৷ ক্ষমতার পরিবর্তন সাধারণ মানুষ, বিশেষ করে সমাজের নিচু শ্রেণির মানুষের উন্নয়নকেই ত্বরান্বিত করে৷
লালুপ্রসাদ এনডিএ-র দীর্ঘ শাসনকাল এবং তরুণ সরকার গঠনের আবেদন জানিয়ে সেই একই থিওরির উল্লেখ করেছেন তিনি৷
