বহু বছর একেবারেই আলাদা এক পরিস্থিতিতে দেখা হল দুজনের। এনার্জি চকোলেট খেয়ে বাড়তি উদ্যম পেলেন লালু। মনে হচ্ছিল যেন বহু বছর পর দুই ভাইয়ের দেখা হয়েছে। একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ হলেন। লালুর মুখে রামদেবের প্রশংসা। রামদেবের মুখে লালুর প্রশংসা। দুজনেই দুজনের সম্পর্কে গুণগান করলেন। লালুর গালে নিজের সংস্থার তৈরি গোল্ড ক্রিম মাখিয়ে দিলেন রামদেব। ব্যাখ্যা করলেন এর উপকারিতা। লালুকে এনার্জি চকোলেট দিলেন বাবা রামদেব। তার উপকারিতাও ব্যাখ্যা করলেন। লালুকে যোগা করারও পরামর্শ দিলেন রামদেব। যোগায় কী উপকার মিলবে, তাও তুলে ধরলেন। এবার ছিল লালুপ্রসাদের পালা এখানেই থামলেন না লালুপ্রসাদ। পতঞ্জলীর পণ্যের প্রশংসাতেও পঞ্চমুখ হলেন। রামদেবের প্রশংসায় পঞ্চমুখ হলেন লালুপ্রসাদ যাদব। তিনি রামদেবকে সতর্ক করে দেন যে বহুজাতিক সংস্থাগুলো তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। রামদেবেরের আরও সতর্ক থাকা উচিত। লালুর প্রশংসায় আপ্লুত বাবা রামদেব। লালুকে ধন্যবাদ জানিয়ে রামদেবের বার্তা, আরজেডি সভাপতি দীর্ঘ জীবন লাভ করুন। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানেও লালুকে আমন্ত্রণ জানান রামদেব। আগে বেশ কয়েকবার রামদেবকে আক্রমণ করেছিলেন লালু। তবে লালুর দাবি, সেটা নেহাৎ আক্রমণ ছিল না। তারা একে অপরের প্রতি শ্রদ্ধা হারাননি।
advertisement