লেহ: গত কয়েকদিন ধরেই লেহ অ্যাপেক্স বডির (LAB) বিক্ষোভে উত্তপ্ত লাদাখ৷ তবে বুধবার হিংস্র আকার নিল সেই বিক্ষোভ৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে পুড়ল পুলিশের ভ্যান৷ পুড়িয়ে দেওয়া হল বিজেপির স্থানীয় কার্যালয়৷ বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার তো বটেই স্থানীয় প্রশাসনও তাঁদের দাবিতে বিন্দুমাত্র কর্ণপাত করছেন না৷
advertisement
গত ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের অনশন করছেন লেহ অ্যাপেক্স বডির (LAB) ১৫ জন সদস্য৷ এরমধ্যে রয়েছেন পরিবেশ রক্ষা আন্দোলনকারী সোনম ওয়াঙচুকও৷ মঙ্গলবার সন্ধেবেলা অনশনকারীদের মধ্যে ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তারপরেই লেহ অ্যাপেক্স বডির (LAB)-এর যুব সংগঠনের তরফে বিক্ষোভ কর্মসীচি ওবনধ ঘোষণা করা হয়৷
আরও পড়ুন : আজই TET-এর রেজাল্ট! পুজোর আগেই সুখবর পাচ্ছেন চাকরিপ্রার্থীরা..নজর বিকেল ৪টের পরের ঘোষণায়
গত সোমবার লেহ অ্যাপেক্স বডির (LAB) তরফে ঘোষণাকরা হয়েছিল, যতদিন না পর্যন্ত লাদাখকে রাজ্য হিসাবে ঘোষণা করা হচ্ছে এবং লাদাখকে ষষ্ট তফশিলের অন্তর্ভুক্ত করা হচ্ছে, ততদিন পর্যন্ত লেহ অ্যাপেক্স বডির (LAB) নেতারা অনশন থামাবেন না৷
এদিনের বিক্ষোভের একাধিক ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে দেখা যাচ্ছে, বিজেপি কার্যালয় থেকে ধোঁয়া বের হচ্ছে৷ পুলিশ ভ্যান সহ একাধিক গাড়িতে লাগিয়ে দেওয়া হয়েছে আগুন৷ ছোঁড়া হচ্ছে ইট-পাটকেল৷ একটি ভিডিও বার্তায় অবশ্য শান্তিরক্ষার আবেদন জানিয়েছেন ওয়াঙচুক৷
জনসাধারণের ধৈর্য ক্রমশ ভেঙে যাচ্ছে বলে সতর্ক করে, LAB কেন্দ্রীয় সরকারের সাথে বৈঠকের দাবি করেছিল ক’দিন আগেই৷ তার কয়েকদিনের মধ্যেই এই ঘটনা৷
পরে, স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে যে, আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সাথে কথা বলবে তারা৷ সেই সময় ওয়াংচুক বলেছিলেন, ‘‘বিজেপি লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফশিলের আওতাভুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে এবং আসন্ন পার্বত্য কাউন্সিল নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে জানিয়েছে৷ যদি তারা তাদের প্রতিশ্রুতি পূরণ করে, লাদাখ তাদের ভোট দেবে এবং তারাই জয়ী হবে। আমরা আশা করি তারা অর্থপূর্ণ আলোচনা করবে৷’’