TRENDING:

প্রতীক্ষার পালা শেষ, আজ কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করবেন তাঁর মা এবং স্ত্রী

Last Updated:

অবশেষে সাক্ষাৎ। আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে আজ কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করবেন তাঁর মা এবং স্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অবশেষে সাক্ষাৎ। আন্তর্জাতিক আদালতের নির্দেশ মেনে আজ কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করবেন তাঁর মা এবং স্ত্রী। থাকবেন পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার। ভারতের চর সন্দেহে পাক জেলে বন্দি কুলভূষণ। দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে দেখা করার জন্য পাক সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিলেন পরিবারের সদস্যরা। আবেদন করা হয় ভারত সরকারের পক্ষ থেকেও। কুলভূষণের সাফল্য কামনা করে রবিবার মুম্বইয়ে মানববন্ধনের আয়োজন করেছিলেন তাঁর বন্ধুরা।
advertisement

আজ দুপুর ১টার সময় দেখা হওয়ার সম্ভাবনা ৷ ২ বছর পর পরিবারের সঙ্গে দেখা হবে কুলভূষণের ৷ জানা গিয়েছে, দুবাই হয়ে ইসলামাবাদ পৌঁছাবেন কুলভূষণের মা এবং স্ত্রী। পাক সামরিক আদালত কুলভূষণকে ফাঁসির সাজা শোনানোর পর এর বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতে যায় ভারত ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দেখা করার ছবি ও ভিডিও প্রকাশ করবে পাকিস্তান বলে জানা গিয়েছে ৷ এদিন সন্ধেয় পাকিস্তান থেকে দেশে ফিরবেন তার স্ত্রী ও মা ৷ এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রতীক্ষার পালা শেষ, আজ কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করবেন তাঁর মা এবং স্ত্রী