বেসরকারি অফিসে কর্মরতা ক্ষমা জানিয়েছেন তিনি তাঁর আগে ভারতে এমন কোনও মহিলাকে খুঁজে পাননি, যিনি নিজেই নিজেকে বিয়ে করেছেন৷ তাই তিনি মনে করেন তাঁর কীর্তি আদতে নিজেকে ভালবাসারও নিদর্শন৷ বলেছেন ‘‘হয়তো আমি আত্মপ্রেমের ক্ষেত্রেও একটা নিদর্শন তৈরি করতে পেরেছি৷ ‘সোলোগ্যামি’ সম্বন্ধে তিনি বলেছেন এটা আদতে নিজেকে গ্রহণ করার প্রক্রিয়া৷ তবে তাঁর বিয়েকে অন্য কিছু বলতে নারাজ ক্ষমা৷ তাঁর মতে, বাকিরা যেমন কাউকে ভালবেসে বিয়ে করেন, তিনিও করেছেন৷ তবে অন্য কাউকে নয়, ভালবেসেছেন নিজেকে৷ তবে তাঁর সিদ্ধান্ত যে অনেকের কাছেই বিরক্তিকর, সে কথাও স্বীকার করেছেন ক্ষমা৷
advertisement
আরও পড়ুন : মাঝ আকাশে বিমান, সবাই অসহায়, সেই সুযোগে বিষ উগরে দিলেন মহিলা! এমন কাণ্ড ঘটালেন যে ভিডিও নিমেষে ভাইরাল!
আরও পড়ুন : কলম না উত্তরাবলী! ১১ টি কলমের গায়ে সিলেবাস খোদাই করে পরীক্ষায় নকল ছাত্রের, ভাইরাল নিমেষে
প্রচলিত রীতির বিপরীতে গিয়ে চলতি বছর জুন মাসে নিজেই নিজেকে বিয়ে করেন ২৪ বছর বয়সি ক্ষমা৷ উজান স্রোতে পাড়ি দেওয়া এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ক্ষমার অতি ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিত জনরা৷ অগাস্টে নিজের সঙ্গে নিজে গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ক্ষমা৷ সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন তাঁর উপভোগ ও উদযাপনের ছবি৷ গোয়ার সৈকতে সময় কাটানো তাঁর স্বপ্নের গন্তব্য বলে মন্তব্য করেছেন তিনি৷ ১০ অগাস্ট জন্মদিনও পালন করেছিলেন গোয়ায়৷ লিখেছিলেন ‘আমি অ্যারামবোল সৈকতে নিজের মতো প্রচুর সময় কাটাব৷ যেখানে কারওর আপত্তি ছাড়াই আমি বিকিনি পরতে পারব৷’