লোকসভা স্পিকার ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, "জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে রাষ্ট্রপতি কোবিন্দের অটল প্রতিশ্রুতি জনসেবার প্রতি তাঁর উৎসর্গের প্রমাণ। তিনি প্রমাণ করেছেন তিনি একজন বহুমুখী এবং সংবেদনশীল জনসেবক, জাতীয় স্বার্থ এবং সাধারণ মানুষের কল্যাণের জন্য তাঁর প্রচেষ্টা অগাধ৷"
advertisement
আরও পড়ুন- ভারতের জনসংখ্যা কমে যেতে পারে ৪১ কোটি! রাষ্ট্রসংঘের সমীক্ষার রিপোর্টে চমক
১৯৯৪ সালে রাজনীতিতে প্রথম পা রাখেন এই দলিত নেতা৷ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ২০১৭ সালের ২৫ জুলাই শপথগ্রহণ করেন কোবিন্দ৷ ২০০৬ সালের মার্চ পর্যন্ত ১২ বছর পরপর দু’টি দায়িত্ব পালন করেন। তারপর ২০১৫-২০১৭ সালে বিহারের রাজ্যপাল৷ প্রায় ১৬ বছর দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অনুশীলন করেছেন রামনাথ কোবিন্দ।
আরও পড়ুন- গোয়াতে বেআইনি বার চালান স্মৃতি ইরানির কন্যা! কংগ্রেসের অভিযোগে ক্ষুব্ধ মন্ত্রী
গত শুক্রবার, ২২ জুলাই রামনাথ কোবিন্দের সঙ্গে বিদায়ী নৈশভোজের আয়োজন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোটেল অশোকায় বিদায়ী রাষ্ট্রপতির জন্য ছিল ব্যাপক আয়োজন। সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন কোবিন্দ। সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দলের প্রতিনিধিরা নয়াদিল্লির হোটেলে নৈশভোজে যোগ দেন। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও ছিলেন।