নতুন ট্রেন, লাইন সম্প্রসারণ, পরিষেবার উন্নতি - গত ৭০ বছরে রেল বাজেটে নতুন নতুন উপহার পেয়েছেন দেশবাসী। এবারের বাজেটে কী উপহার থাকবে দেশবাসীর জন্য সে দিকেই তাকিয়ে এখন সকলে ৷
বাজেটে রাজ্যের ৫ মেট্রো প্রকল্পে নজর থাকবে বলে মনে করছে ওয়াকিবহল মহলে ৷ ইস্ট-ওয়েস্ট ও গড়িয়া বিমানবন্দর প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷ বরাদ্দ কমতে পারে জোকা-বিবাদি বাগ ও বিমানবন্দর-বারাসত মেট্রো প্রকল্পে ৷ পাশাপাশি টয় ট্রেনের জন্য বিশেষ ঘোষণার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
ব্যয় কমিয়ে আয় বৃদ্ধির দিকেও নজর থাকবে রেলের ৷ যাত্রীভাড়া বৃদ্ধির সম্ভাবনা কম ৷ তবে বাড়তে পারে পণ্য পরিবহণের খরচ ৷ এর আগে রেলমন্ত্রী সুরেশ প্রভু নিরাপত্তার জন্য প্রায় ১.১৯ লাখ কোটি টাকা বরাদ্দের আবেদন জানিয়েছিলেন৷ তাঁর সেই প্রত্যাশা বাজেটে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ দুই বাজেট এক হওয়ার পর ছবিটা কি বদলাবে?