২০১৭ সালের NCRB রিপোর্টে দেখা যাচ্ছে, ৪ বছরে কলকাতায় অপরাধের হারও কমেছে ৩১ শতাংশ৷ মহিলাদের জন্যও সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা৷ গতবার নিরাপদ শহরের মধ্যে এক নম্বরে ছিল কোয়েম্বাটুর৷ কলকাতায় অপরাধের হার শ্(প্রতি লক্ষ জনসংখ্যায়) ২০১৬ সালে ছিল ১৫৬.৬, ২০১৭ সালে তা কমে হয়েছে ১৪১.২৷ কলকাতার পরেই রয়েছে কোয়েম্বাটুর, হায়দরাবাদ, কোঝিকোড় ও মুম্বই৷
advertisement
মহিলাদের ক্ষেত্রেও কলকাতা নিরাপদতম৷ ২০১৭ সালে কলকাতায় ধর্ষণের সংখ্যা ১৫ ও মহিলাদের হেনস্থা ৫৩টি কেস৷ সেখানে দিল্লিতে ধর্ষণ ১ হাজার ১৭০ ও মহিলাদের হেনস্থার কেস রয়েছে ৪৭২টি৷
Location :
First Published :
October 23, 2019 1:05 PM IST