TRENDING:

উড়ালপুল বিপর্যয়ে মর্মাহত মোদি থেকে সোনিয়া

Last Updated:

পোস্তায় উড়ালপুল দুর্ঘটনার খবরে মর্মাহত প্রধানমন্ত্রী মোদি থেকে সোনিয়া গান্ধি ৷ উড়ালপুলের একাংশ ভেঙে চাপা পড়ে নিহত ও আহত মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ‘কলকাতায় দুর্ঘটনায় গভীর ভাবে শোকাহত ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পোস্তায় উড়ালপুল দুর্ঘটনার খবরে মর্মাহত প্রধানমন্ত্রী মোদি থেকে সোনিয়া গান্ধি ৷ উড়ালপুলের একাংশ ভেঙে চাপা পড়ে নিহত ও আহত মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ‘কলকাতায় দুর্ঘটনায় গভীর ভাবে শোকাহত ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷’
advertisement

পোস্তায় দুর্ঘটনায় শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানান, ‘দুর্ঘটনায় আমি শোকাহত ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷’

কলকাতার এই দুর্ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-ও শোকপ্রকাশ করেছেন ৷ তিনি বলেন, ‘NDRF ডিজি-র কাছ থেকে সব শুনেছি ৷ আমি এ ঘটনায় মর্মাহত ৷ শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছি ৷’

advertisement

উড়ালপুল ভেঙে এত মানুষের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷ তিনি বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত ৷ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা হোক ৷’ পোস্তার দুর্ঘটনার জন্য ডার্বি ম্যাচেও ১ মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ফুটবলাররা কালো ব্যাজ পড়ে খেলবেন বলে জানিয়েছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
উড়ালপুল বিপর্যয়ে মর্মাহত মোদি থেকে সোনিয়া