নীতীশ কুমার জানিয়েছেন, মন্ত্রিসভায় মাত্র একজনকে নেওয়ার কথা বলা হয়েছিল বিজেপির তরফে। যা হবে প্রতীকী অংশগ্রহণ। তাই তাদের দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রিসভায় যোগ না-দেওয়ার কথা। তবে এটাকে বড় ইস্যু করতে চাননি নীতীশ কুমার।
তিনি জানান, মন্ত্রিসভায় যোগ না দিলেও তাঁদের সমর্থন এনডিএ-র সঙ্গেই রয়েছে। সূত্রের খবর, জেডি(ইউ)-এর সিদ্ধান্তের কথা জানতে পেরে নরেন্দ্র মোদি নিজে নীতীশ কুমারকে ফোন করেছিলেন। যদিও সিদ্ধান্তে অটল থাকেন নীতীশ। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নীতীশ কুমারের এই সিদ্ধান্ত পরের বছরে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই। মাত্র একজন মন্ত্রীকে নিয়ে মোদি মন্ত্রিসভায় যোগ দিলে, বিরোধীরা প্রচার করবে, বিজেপির কাছে মাথা নত করেছে জেডিইউ, সেই সুযোগ দিতে চান না নীতীশ। তবে তাঁর দল যে এনডিএ’র পাশে রয়েছে সে কথাও জানিয়ে দেন তিনি ৷
advertisement