TRENDING:

Stock Market: গত দীপাবলি থেকে ৪৪ আইপিও বাজারে এসেছে, ইস্যু মূল্যের চেয়ে ৩১টি বেশি, মুনাফা দিয়েছে কারা দেখে নিন এক নজরে!

Last Updated:

বর্তমানে বাজারে আগের তুলনায় প্রায় অর্ধেক আইপিও রয়েছে। বাকিরা ঘুরে দাঁড়ানোর সংগ্রাম চালাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত বছর দীপাবলির পর থেকে এখনও পর্যন্ত বেশ কিছু কোম্পানির আইপিও বাজারে এসেছে। এদের মধ্যে বেশিরভাগই ভাল পারফর্ম করেছে। মোটা অঙ্কের রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। তবে রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বার বার ধাক্কা খেয়েছে শেয়ার বাজার। বর্তমানে বাজারে আগের তুলনায় প্রায় অর্ধেক আইপিও রয়েছে। বাকিরা ঘুরে দাঁড়ানোর সংগ্রাম চালাচ্ছে।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

ইস্যু মূল্যের উপরে ৩১ কোম্পানির শেয়ার: প্রাইম ডেটাবেস অনুসারে, গত দীপাবলি থেকে মোট ৪৪টি কোম্পানি আইপিওর মাধ্যমে মোট ৯৫,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে। এর মধ্যে ৩১টি কোম্পানির শেয়ার তাদের ইস্যু মূল্যের উপরে লেনদেন করছে। এদের মধ্যে সেরা পারফরমেন্স আদানি উইলমারের। তারপর রয়েছে ভেরেন্দা লার্নিং সলিউশনস, ডেটা প্যাটার্নস ইন্ডিয়া এবং ভেনাস পাইপ অ্যান্ড টিউবস। এছাড়া ক্যাম্পাস অ্যাক্টিভ ওয়্যার, গো ফ্যাশনস ইন্ডিয়া, মেট্রো ব্র্যান্ডস এবং ল্যাটেন্ট ভিউ অ্যানালিটিক্সও ভাল পারফর্ম করেছে।

advertisement

আরও পড়ুন: ধনতেরসে এবার মাত্র ১ টাকা দিয়েও কিনতে পারবেন সোনা ! জেনে নিন কীভাবে

রাইট রিসার্চের স্মলকেস ম্যানেজার সোনম শ্রীবাস্তব বলছেন, ‘গত দীপাবলি থেকে আইপিও-র পারফরমেন্স সেক্টরাল পছন্দের কথাই বোঝাচ্ছে। ভোগ-সংযুক্ত স্টকগুলিই সবচেয়ে বেশি এগিয়েছে। টেক সেগমেন্টে, শুধুমাত্র ডেটা প্যাটার্নস এবং ল্যাটেন্ট ভিউ ভাল পারফর্ম করেছে। পেটিএম দ্বিতীয় বৃহত্তম আইপিও ছিল। কিন্তু তালিকাভুক্তির দিনই সবচেয়ে খারাপ পারফর্ম করেছে। এখনও পর্যন্ত বিনিয়োগকারীদের মন জয় করতে পারেনি’।

advertisement

আরও পড়ুন: টেলিকম থেকে খুচরো ব্যবসা, দ্বিতীয় ত্রৈমাসিকেও রিলায়েন্সের লাভের অঙ্ক ছাড়ালো ১৩ হাজার কোটি

যে আইপিওগুলি সর্বোচ্চ রিটার্ন দিয়েছে: আদানি উইলমার: ১৮৭.৩৯ শতাংশ, ভেরেন্দা লার্নিং: ১৩৬.৯৩ শতাংশ, ডেটা প্যাটার্নস: ১১৯.৯৭ শতাংশ, ভেনাস পাইপ: ১০৪.৩৩ শতাংশ, ক্যাম্পাস অ্যাকটিভ ওয়্যার: ১০২.১৯ শতাংশ, গো ফ্যাশন: ৯৮.৪৯ শতাংশ, মেট্রো ব্র্যান্ড: ৮৬.৪ শতাংশ, সুপ্ত ভিউ: ৭৯.৭২ শতাংশ, হারিওম পাইপ: ৭৭.৮১ শতাংশ, বেদান্ত ফ্যাশন: ৬৭.৭৭ শতাংশ, সিগাচি ইন্ডাস্ট্রিজ: ৫৮.১৩ শতাংশ।

advertisement

সবচেয়ে খারাপ আইপিও: টেলিকম থেকে খুচরো ব্যবসা, দ্বিতীয় ত্রৈমাসিকেও রিলায়েন্সের লাভের অঙ্ক ছাড়ালো ১৩ হাজার কোটি

ওয়ান ৯৭ কমিউনিকেশন (পেটিএম): -৬৮.৭১ শতাংশ, ফিনো পেমেন্ট ব্যাঙ্ক: -৬৬.৭৬ শতাংশ, পিবি ফিনটেক: -৫৬.৪৭ শতাংশ, এজিএস ট্রানজ্যাক্ট টেকনোলজিস: -৫৩.৮৩ শতাংশ, শ্রীরাম প্রপাটিস: -৩৭.১২ শতাংশ, এলআইসি: -৩৫.৮৫ শতাংশ, রেট গেন ট্রাভেল টেকনোলজিস: -৩৪.১১ শতাংশ, মেডপ্লাস স্বাস্থ্য পরিষেবা: -২৬.৩ শতাংশ, উমা এক্সপোর্ট: -২৫.৩৭ শতাংশ, এসজেএস এন্টারপ্রাইজ: -২০.৮২ শতাংশ, স্টার স্বাস্থ্য বিমা: -২০.৫৪ শতাংশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

প্রাথমিক বাজার চাঙ্গা হবে: খুব শীঘ্রই প্রাথমিক বাজার ফের চাঙ্গা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৭১টি আইপিও পাইপলাইনে ছিল। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) ইতিমধ্যে এই সংস্থাগুলির আইপিও অনুমোদন করেছে। এই সংস্থাগুলি আইপিওর মাধ্যমে ১.০৫ লক্ষ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এছাড়াও, ৭০,০০০ কোটি টাকার শেয়ার অফার করছে। এছাড়া ৪৩টি কোম্পানি সেবি-র অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Stock Market: গত দীপাবলি থেকে ৪৪ আইপিও বাজারে এসেছে, ইস্যু মূল্যের চেয়ে ৩১টি বেশি, মুনাফা দিয়েছে কারা দেখে নিন এক নজরে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল