এর মূল লক্ষ্য হল ভারতীয়দের মধ্যে কৃতিত্ব এবং গর্বের অনুভূতি জাগিয়ে তোলা। প্রতিটি অঙ্গীকার এবং প্রতিটি সেবা নমো অ্যাপের ইন্টারেক্টিভ এবং ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস ব্যবহার করে রেকর্ড করা হবে, যাতে অগ্রগতি এবং উন্নয়নের জন্য নিউ ইন্ডিয়ার সংকল্পকে শক্তিশালী করা যায়।
টিবি মুক্ত ভারতের জন্য অঙ্গীকার:
এতে এক জন যক্ষ্মা রোগীকে দত্তক নেওয়ার অঙ্গীকার করা হবে। আর সেই রোগীকে পুষ্টিকর খাদ্য এবং ওষুধ সরবরাহের মতো প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার পাশাপাশি তাঁর মধ্যে রোগ সম্পর্কে সচেতনতাও গড়ে তুলতে হবে।
advertisement
লাইফ - প্রো প্ল্যানেট:
প্রধানমন্ত্রী মোদির বিশ্বব্যাপী স্বীকৃত 'পরিবেশের জন্য জীবনধারা' সংকল্পের সঙ্গে সাযুজ্য রয়েছে এমন ছবি শেয়ার করতে পারবেন নমো অ্যাপ ব্যবহারকারীরা।
রক্তদান:
প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছে। সেই সব ছবি নমো অ্যাপে শেয়ার করা যাবে। যাতে অন্যরাও অনুপ্রাণিত হন।
ডিজিটাল ভারত:
আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল বা প্রযুক্তিগত উদ্ভাবন আজ অপরিহার্য হয়ে পড়েছে। আর নমো অ্যাপ ব্যবহারকারী নিজে এটা গ্রহণ করার কিংবা অন্য ব্যক্তিকে এটি গ্রহণে সহায়তা করার ভিডিও পোস্ট করতে পারেন।
স্বচ্ছ ভারত:
নিজেদের আশপাশের এলাকা পরিষ্কার করার উদ্যোগ নিলে সেই ছবি বা ভিডিও নমো অ্যাপে পোস্ট করা যাবে।
আত্মনির্ভর হওয়ার জন্য ভোকাল ফর লোকাল:
স্থানীয় ভাবে উৎপন্ন কিংবা দেশীয় সামগ্রী বা পণ্য কিনতে গেলে ব্যবহারকারী ওই পণ্য বিক্রেতার হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করতে পারেন। কারণ স্থানীয় ভাবে তৈরি ওই পণ্য সেই সব বিক্রেতাদের আত্মনির্ভর করেছে।
আরও পড়ুন: ৭০ বছর পর ভারতে এল বিরল চিতা, গোয়ালিয়র থেকে পৌঁছল কুনো জাতীয় উদ্যানেো
এক ভারত, শ্রেষ্ঠ ভারত:
ভারতের প্রাণবন্ত বৈচিত্র্য এবং রঙিন সংস্কৃতি প্রদর্শন করতে ব্যবহারকারীরা ভারতের কোনও অনন্য অনুষ্ঠান উদযাপনের ভিডিও আপলোড করতে পারেন।
জল ধর:
বৃষ্টির জল সংরক্ষণের জন্য স্থানীয় বা উদ্ভাবনী সমাধানগুলির ভিডিও একসঙ্গে রাখতে পারেন ওই অ্যাপ ব্যবহারকারীরা। কারণ ওই ভিডিওগুলিই ‘জল ধর’ প্রচারাভিযান সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে।
অনুদান:
মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত সেবা পক্ষ কর্মসূচিতে অনেকেই সশরীরে উপস্থিত না-ও থাকতে পারেন। তাঁরা দূরে বসেই বিভিন্ন প্রকল্পে অনুদান দিতে পারেন। তা-হলে দেখে নেওয়া যাক কোথায় কোথায় অনুদান পাঠানো যাবে।
স্বচ্ছ ভারত মিশন :
প্রত্যেক ভারতীয়ের মর্যাদা, সম্মান এবং স্বাস্থ্য নিশ্চিত করার উদ্যোগ।
বেটি বাঁচাও বেটি পড়াও -
দেশের লক্ষ্মী অর্থাৎ কন্যা সন্তানদের সক্ষম, ক্ষমতায়ন ও রক্ষা করার পদক্ষেপ।
কিষাণ সেবা:
দেশের কৃষকদের আরও শক্তিশালী করার অভিযান।
পার্টি ফান্ড - লক্ষ লক্ষ বিজেপি কর্মীর সংকল্পকে সমর্থন, উৎসাহিত এবং শক্তিশালী করার পদক্ষেপ।
অন্যান্য - ডিজিটাল ইন্ডিয়া হোক কিংবা স্টার্টআপ উদ্যোক্তাদের সমর্থন করা – এই উদ্দেশ্যে দেওয়া অনুদান ভারতের উন্নয়নকে গতিশীল করবে, তা নিশ্চিত করা।