সোমবার সহকারী পুলিশ কমিশনার (এসিসিপি) সোনাল সিং পরমার জানালেন, ‘‘তার দেহ হোস্টেল রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’’ এএসিপি জানান, ঘটনাটি রবিবার ঘটে এবং ইনফোসিটি থানার কর্মকর্তারা দেহটি উদ্ধার করেন। পড়ুয়ার পরিবার ভুবনেশ্বরে আসছেন বলেও তিনি জানান।
advertisement
তিনি আরও জানালেন, পড়ুয়ার মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ সবদিক থেকে তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে তদন্ত শুরু পড়ুয়ার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হবে। ঘটনার পেছনের পরিস্থিতি বোঝার জন্য ইনফোসিটি থানার পুলিশ ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের পরিবার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ভুবনেশ্বরে। পোস্ট-মর্টেম বর্তমানে চলছে। বিশ্ববিদ্যালয় শীঘ্রই এই ঘটনার বিষয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশ করবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বহুতল থেকে নীচে পড়ল শিশু, প্রাণ বাঁচল একটি কারণেই! হাড় হিম করা ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে
প্রসঙ্গত, এই বছর কেআইআইটি ক্যাম্পাসে এটি তৃতীয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা। প্রথম ঘটনা ঘটেছিল ১৬ ফেব্রুয়ারি, যেখানে এক নেপালি ছাত্রী মারা যান। এবং ১ মে আরও এক নেপালি ছাত্রী আত্মহত্যা করেন।
মে মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তথ্যানুসন্ধান কমিটি এ বছরের দুই শিক্ষার্থীর মৃত্যুর জন্য ভুবনেশ্বরের কেআইআইটি বিশ্ববিদ্যালয়কে দায়ী করে। কমিটি জানায়, বিশ্ববিদ্যালয়ের “অবৈধ ও বেআইনি কার্যকলাপ” একটি মৃত্যুর জন্য দায়ী ছিল এবং প্রশাসনের কার্যকলাপ “ফৌজদারি দায়বদ্ধতার পর্যায়ে পৌঁছায়।” প্রফেসর নাগেশ্বর রাওয়ের নেতৃত্বাধীন কমিটি ২০ মে, ২০২৫ তারিখে তাদের প্রতিবেদন জমা দেয়। তারা ক্যাম্পাস পরিদর্শন, স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক এবং সংশ্লিষ্ট সব নথি পর্যালোচনা করে এই প্রতিবেদন প্রস্তুত করে।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
