TRENDING:

Khaleda Zia Sheikh Hasina Battle: দুই বেগমের লড়াইয়ে ইতি, খালেদার মৃত্যুতে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ?

Last Updated:

১৯৭৫ সালে সপরিবারে হত্যা করা হয় হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে৷ অন্যদিকে ১৯৮১ সালে খুন হন খালেদার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও একই ভাবে হত্যা করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শেখ হাসিনা আবার বাংলাদেশের ফিরতে পারবেন কি না, ফিরলেও তিনি ক্ষমতার শীর্ষে কোনও দিন ফিরবেন কি না, তা হয়তো ভবিষ্যতই বলবে৷ কিন্তু খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিকে এক নতুন সন্ধিক্ষণে এনে দাঁড় করালো৷ বাংলাদেশের রাজনীতি মানে গত কয়েক দশক ধরে হাসিনা-খালেদার লড়াইকেই বোঝাত৷ সেই লড়াইয়েই ইতি টানল বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদার মৃত্যু৷ শেষ হল বাংলাদেশের রাজনীতিতে দুই বেগমের লড়াই৷
খালেদা-হাসিনা লড়াইয়ে ইতি, নতুন সন্ধিক্ষণে বাংলাদেশের রাজনীতি৷ ছবি- এএফপি
খালেদা-হাসিনা লড়াইয়ে ইতি, নতুন সন্ধিক্ষণে বাংলাদেশের রাজনীতি৷ ছবি- এএফপি
advertisement

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হওয়ার কথা৷ খালেদার মৃত্যু এবং হাসিনার অনুপস্থিতিতে এবারই সম্ভবত তিন দশক পর কোনও পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে বাংলাদেশ৷

খালেদার উত্তরসূরি হিসেবে বিএনপি-তে তাঁর পুত্র তারেক রহমানের নামই উঠে আসছে৷ শুধু তাই নয়, সম্ভবত বিএনপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও হতে চলেছেন ১৭ বছর পর বাংলাদেশে ফিরে আসা তারেক৷

advertisement

গত তিন দশক ধরে বাংলাদেশের ভোট মানেই ছিল হাসিনা বনাম খালেদার লড়াই অথবা আওয়ামি লিগ- বিএনপি-র টক্কর৷ যখনই ক্ষমতায় এসেছেন, হাসিনা-খালেদা দু জনেই ক্ষমতার অপব্যবহার করে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ৷

১৯৭৫ সালে সপরিবারে হত্যা করা হয় হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে৷ অন্যদিকে ১৯৮১ সালে খুন হন খালেদার স্বামী তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও একই ভাবে হত্যা করা হয়৷ কয়েক বছরের ব্যবধানে হলেও এই দুই ঘটনাই রাজনীতির দিকে ঠেলে দিয়েছিল হাসিনা এবং খালেদাকে৷ একদিকে ব্যক্তিগত শোক এবং প্রিয়জনকে হত্যার বদলা নেওয়ার জেদ, ক্ষমতার শীর্ষে যখনই বসেছেন, হাসিনা এবং খালেদার কর্মকাণ্ডে তার প্রতিফলন দেখা গিয়েছে৷ যার প্রভাব পড়েছে বাংলাদেশের রাজনীতিতেও৷ গণতান্ত্রিক পদ্ধতিতে আস্থা রাখা বাংলাদেশেও কার্যত একনায়কের মতোই দেশ পরিচালনার অভিযোগ উঠেছে হাসিনা-খালেদাদের বিরুদ্ধে৷

advertisement

১৯৯১ সাল থেকেই বাংলাদেশে ক্ষমতার শীর্ষে ঘুরিয়ে ফিরিয়ে থেকেছেন খালেদা এবং হাসিনা৷ গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার কোনও দেশে এই ধরনের নজির নেই৷ তবে রাজনৈতিক ভাবে শত্রুতে পরিণত হওয়ার আগে একবারই হাত মিলিয়েছিলেন খালেদা এবং হাসিন্দা৷ ১৯৮০-র দশকের শেষ দিকে সেনা শাসক হুসেইন মহম্মদ এরশাদকে ক্ষমতাচ্যুত করতে একসঙ্গে গণআন্দোলনের নেতৃত্ব দেন খালেদা এবং হাসিনা৷ কিন্তু ক্ষমতার অলিন্দে পা রাখার পর পরই খালেদা এবং হাসিনার সেই বন্ধৃত্বে দাড়ি পড়ে৷ পরিস্থিতি এমন দাঁড়ায় যে খালেদা অথবা হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন প্রতিপক্ষকে গ্রেফতার অথবা বন্দি করেছেন নয়তো রাজনৈতিক নির্বাসনে পাঠানোর ব্যবস্থা করেছেন৷ যাতে রাজনৈতিক ভাবেই প্রতিপক্ষকে মুছে ফেলা যায়৷

advertisement

নিজেদের এই ব্যক্তিগত শত্রুতার একই ধরনের প্রভাব পড়েছে খালেদা এবং হাসিনার সন্তানদের উপরেও৷ হাসিনার ছেলে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন, খালেদা পুত্র তারেক বেছে নেন যুক্তরাজ্যকে৷ দু জনের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগও উঠেছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
টোটোর দাপটে হারিয়ে যাচ্ছে দুই বাংলার ঐতিহ্য টানা রিকশা! অভাবের মধ্যেও টিকে আভিজাত্যের যান
আরও দেখুন

খালেদা পুত্র তারেক রহমানকে বিএনপি যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে চলেছে, খালেদার মৃত্যুর পর তা একরকম নিশ্চিত৷ কিন্তু প্রশ্ন উঠছে, খালেদা-হাসিনা লড়াই শেষ হওয়ার পর ক্ষমতার শীর্ষে তাঁদের কোনও উত্তরসূরি এলেও কি বাংলাদেশের রাজনীতির ধারা বদল হবে? নাকি বেগমদের লড়াই শেষ হলেও তাঁদের দেখানো পথেই এগোবে বাংলাদেশ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Khaleda Zia Sheikh Hasina Battle: দুই বেগমের লড়াইয়ে ইতি, খালেদার মৃত্যুতে তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল