কিছুদিন ধরে বন্দীরা শুরু করেছেন ক্যান্টিন৷ সস্তায় সব খাবার পাওয়া যাচ্ছে সেখানে৷ নাম ফ্রিডম ফুড ফ্যাক্টরি৷ Swiggy-র মাধ্যমে এই খাবার পৌঁছে যাবে জেলের বাইরে৷ এতে থাকছে বিরিয়ানির এক কম্বো প্যাক৷ ৩০০ গ্রামের বিরিয়ানি রাইস, একটি চিকেন লেগ, চিকেন কারি, চারটি রুটি, আচার, স্যালাড ও এক বোতল জল থাকছে এই স্পেশ্যাল কম্বোতে৷ দাম মাত্র ১২৭ টাকা৷ জল ছাড়াও এই ফিড প্যাকেট পাওয়া যাবে ১১৭ টাকায়৷
advertisement
আরও পড়ুন এভাবে বিয়ে করে ভুল করেছি, বাবা ক্ষমা কর, LIVE শোতে কান্নায় ভাসালেন বিধায়কের মেয়ে! দেখুন ভিডিও
আপাতত জেল থেকে ৬ কিলোমিটার পর্যন্ত এই খাবার ডেলিভারি করবে Swiggy. শুরু থেকে ভীষণ জনপ্রিয় হয়েছে এই কম্বো প্যাক৷ কেরল জেলের সামনেও একটি রেস্তোরাঁ খুলেছে কর্তৃপক্ষ৷ সেই রেস্তোরাঁও হিট৷ ২০১১ থেকে রুটি তৈরি করে বিক্রি করতে শুরু করেছেন বন্দীরা৷ ভাল মান অথচ কম দামের ফলে অনেকেই ঝুঁকছেন জেলের খাবারে দিকে৷ এখনও পর্যন্ত দিনে ৫০০ প্লেট জেলের বিরিয়ানি বিক্রি হচ্ছে Swiggy-র মারফৎ৷ ১০০ জন বন্দী মিলে প্রতিদিন তৈরি করছেন এই খাবার৷