এভাবে বিয়ে করে ভুল করেছি, বাবা ক্ষমা কর, LIVE শোতে কান্নায় ভাসালেন বিধায়কের মেয়ে! দেখুন ভিডিও

Last Updated:
#লখনউ: যেই মেয়ে একদিন স্বামীকে পাশে নিয়ে বাবার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি কথা বলে ভিডিও পোস্ট করেছিলেন, সেই মেয়েই এখন বাবার কাছে ফিরতে চেয়ে লাইভ টিভি শোয়ে কাঁদতে লাগলেন৷ হিন্দি একটি নিউজ চ্যানালে হাও-হাও করে কাঁদতে কাঁদতে বাবার কাছে ক্ষমা চাইলেন মেয়ে৷
বাবা উত্তরপ্রদেশের বরেলির বিধায়ক৷ তারই মেয়ে বিয়ে করলেন এক দলিত যুবককে৷ উচ্চবর্ণের কন্যার সঙ্গে দলিতের বিয়ে মানতে পারেনি পরিবার৷ তাই মেয়ে ও জামাইকে হুমকি দিচ্ছিলেন বাবা, কয়েকদিন আগে এই অভিযোগে ভিডিও পোস্ট করেছিলেন সাক্ষী মিশ্র৷ কিন্তু যেই স্বামীর জন্য বাবার বিরুদ্ধে সমাজের সামনে মুখ খুলেছিলেন মেয়ে, সেই মেয়ে এখন কান্নায় ভেঙে পড়ছে নিজের ভুল বুঝে৷ তিনি জানতে পেরেছেন যে তাঁর স্বামী অজিতেশ কুমার আগে এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন৷ তবে প্রচুর পরিমাণ পণ দাবির ফলে পাত্রীপক্ষ বিয়েতে রাজি হননি৷
advertisement
অজিতেশের সঙ্গে সাক্ষীর বিয়ের নিয়ে সরগরম ছিল উত্তরপ্রদেশের রাজনীতি৷ বাবা উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক৷ তার মেয়ে ভালবেসে বিয়ে করেন অজিতেশকে৷ অজিতেশ দলিত পরিবারে ছেলে, তাই সাক্ষীর বাড়ি থেকে কখনও মেনে নেয়নি তাদের বিয়ে৷ বাবার বিরুদ্ধে এমনই অভিযোগ ছিল সাক্ষীর৷ তার ও তার স্বামীর প্রাণের ভয়ও আছে বলে দাবি জানিয়েছিলেন তিনি৷ বিশেষ নিরাপত্তা চেয়ে দাবিও করেছিলেন৷ কিন্তু এত কিছুর পর বাবা-মায়ের কাছে ক্ষমা চাইলেন তিনি৷ টিভি শোয়ে কান্নায় ভেঙে পড়লেন৷
advertisement
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
এভাবে বিয়ে করে ভুল করেছি, বাবা ক্ষমা কর, LIVE শোতে কান্নায় ভাসালেন বিধায়কের মেয়ে! দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement