ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হতেই চালককে ২.৫ লাখ টাকা জরিমানা করে কেরল পুলিশ। একই সঙ্গে চালকের লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়েছে। টাইমস নাউ-এর প্রতিবেদন অনুযায়ী, ৭ নভেম্বর চালাকুডি রুটে ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সটি ত্রিশূর মেডিক্যাল কলেজের দিকে যাচ্ছিল। কিছু প্রতিবেদনে অ্যাম্বুলেন্সটি পান্নানি থেকে আসছিল বলে দাবি করা হয়েছে।
advertisement
দু’মিনিটের ড্যাশক্যাম ফুটেজে দেখা যাচ্ছে, অ্যাম্বুলেন্স চালক বারবার হর্ন দিচ্ছেন, সাইরেন বাজাচ্ছেন। কিন্তু সামনে রূপালি রঙের মারুতি সুজুকি তাকে জায়গা ছাড়ছে না কিছুতেই। এমনকী অ্যাম্বুলেন্স চালক ওভারটেক করার চেষ্টা করলেও মারুতি সুজুকির চালক রাস্তা আটকে দিচ্ছেন বারবার।
আরও পড়ুনTollywood Actress Dies: টলিউডে ফের নক্ষত্র পতন, চলে গেলেন সত্যজিৎ রায়ের ছবির নায়িকা
প্রতিবেদন অনুযায়ী, অ্যাম্বুলেন্সের পথ আটকানোর অভিযোগে গাড়ি চালককে জরিমানা করেছে পুলিশ। মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে চালকের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই গাড়ির বৈধ পলিউশন আন্ডার কন্ট্রোল সার্টিফিকেট ছিল না বলেও জানা গিয়েছে।
মোটর ভেহিকলস অ্যাক্টের ধারা ১৯৪ই অনুযায়ী, মোটর গাড়ি চালানোর সময় দমকল, অ্যাম্বুলেন্স বা রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া জরুরি পরিষেবাকে জায়গা না ছাড়লে ৬ মাসের জেল বা দশ হাজার টাকা জরিমানা কিংবা জেল এবং জরিমানা দুটোই হতে পারে।
মারুতি সুজুকি গাড়ির চালকের বাড়িতে পুলিশ পৌঁছনোর ছবি পোস্ট করে তীব্র কটাক্ষে বিঁধেছেন এক ইনস্টাগ্রাম ইউজার। মালয়ালমে তিনি যে ক্যাপশন লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “অ্যাম্বুলেন্সকে রেসে হারিয়ে দেওয়ার ট্রফি দেওয়া হচ্ছে। স্যালুট এমভিডি।”
এক ইউজার আবার এই পোস্টে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করিকেও ট্যাগ করে দিয়েছেন। সঙ্গে লিখেছেন, “রোড সেফটি রুল এবং আইন অনুযায়ী অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দেওয়া বাধ্যতামূলক। যাঁরা উল্টো কাজ করে তাঁদের যাতে কড়া শাস্তি দেওয়া হয়, সেটা আপনি দয়া করে নিশ্চিত করুন। গতকাল আমার সামনেও এরকমই একটা ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্স চালক হর্ন বাজিয়ে রাস্তা চাইছেন। সাধারণ মানুষের মধ্যে ন্যূনতম সচেতনতা নেই।”
ইনস্টাগ্রামে গাড়ি চালকের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেক নেটিজেনই। আরেক ইউজার লিখেছেন, “অমানবিক এবং স্বার্থপর আচরণ। জামিন অযোগ্য ধারা দেওয়া উচিত। আজীবন যেন জেলে পচে।”