Tollywood Actress Dies: টলিউডে ফের নক্ষত্র পতন, চলে গেলেন সত্যজিৎ রায়ের ছবির নায়িকা

Last Updated:
চলতি বছরের মার্চ মাসে উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়ো খবর রটে যায়। এই খবর রটে যেতেই শোরগোল পড়ে যায়। পরে জানা যায়, তিনি সুস্থ আছেন। অপুর হাত ছাড়ল তার দিদি, পথের পাঁচালির দুর্গা উমা দাশগুপ্তের জীবনাবসান
1/5
ভাই অপুর হাত ধরে ট্রেন দেখা, বৃষ্টিতে ভেজা, তেঁতুলের আচার খাওয়া৷ শেষে ভাইয়ের হাত ছেড়ে পাড়ি দেওয়া দিকশূন্যপুরে৷ অপুর জীবনে ক্ষণস্থায়ী ছিল তাঁর দিদি দুর্গা৷ এবার বাস্তবের দুর্গা সকলকে ছেড়ে চলে গেলেন৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সত্যজিতের পথের পাঁচালির 'দুর্গা' উমা দাশগুপ্ত৷
ভাই অপুর হাত ধরে ট্রেন দেখা, বৃষ্টিতে ভেজা, তেঁতুলের আচার খাওয়া৷ শেষে ভাইয়ের হাত ছেড়ে পাড়ি দেওয়া দিকশূন্যপুরে৷ অপুর জীবনে ক্ষণস্থায়ী ছিল তাঁর দিদি দুর্গা৷ এবার বাস্তবের দুর্গা সকলকে ছেড়ে চলে গেলেন৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সত্যজিতের পথের পাঁচালির 'দুর্গা' উমা দাশগুপ্ত৷
advertisement
2/5
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালী, সেই পথের পাঁচালী পর্দায় নিপুণভাবে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। ছবির ছোট্ট দুর্গার অভিনয় ছিল প্রাণবন্ত৷ রোগাটে গড়নের সেই মেয়ের পর্দাজুড়ে দাপট কখনও বাঙালি ভুলতে পারবেন না৷ বিশেষ করে দুর্গা ওরফে উমা দাশগুপ্তর সেই প্রাণোচ্ছ্বল হাসি।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালী, সেই পথের পাঁচালী পর্দায় নিপুণভাবে তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। ছবির ছোট্ট দুর্গার অভিনয় ছিল প্রাণবন্ত৷ রোগাটে গড়নের সেই মেয়ের পর্দাজুড়ে দাপট কখনও বাঙালি ভুলতে পারবেন না৷ বিশেষ করে দুর্গা ওরফে উমা দাশগুপ্তর সেই প্রাণোচ্ছ্বল হাসি।
advertisement
3/5
একেবারে লাইম লাইটের আড়ালে ছিলেন উমাদেবী৷ তিনি অসুস্থও ছিলেন৷ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷
একেবারে লাইম লাইটের আড়ালে ছিলেন উমাদেবী৷ তিনি অসুস্থও ছিলেন৷ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷
advertisement
4/5
সোমবার সকাল ৮.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যজিতের উমা। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হন পথের পাঁচালির 'দুর্গা', উমা। জীবনাবসান সত্যজিতের পথের পাঁচালির 'দুর্গা' উমা দাশগুপ্তের।
সোমবার সকাল ৮.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সত্যজিতের উমা। শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হন পথের পাঁচালির 'দুর্গা', উমা। জীবনাবসান সত্যজিতের পথের পাঁচালির 'দুর্গা' উমা দাশগুপ্তের।
advertisement
5/5
চলতি বছরের মার্চ মাসে উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়ো খবর রটে যায়। এই খবর রটে যেতেই শোরগোল পড়ে যায়। পরে জানা যায়, তিনি সুস্থ আছেন। উমা দাশগুপ্ত যে আবাসনে থাকতেন সেই একই আবাসনে থাকেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ। অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করে শোকপ্রকাশ করেছেন তিনি।
চলতি বছরের মার্চ মাসে উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়ো খবর রটে যায়। এই খবর রটে যেতেই শোরগোল পড়ে যায়। পরে জানা যায়, তিনি সুস্থ আছেন। উমা দাশগুপ্ত যে আবাসনে থাকতেন সেই একই আবাসনে থাকেন অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ। অভিনেত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করে শোকপ্রকাশ করেছেন তিনি।
advertisement
advertisement
advertisement