আরও পড়ুন : পণপ্রথার বাড়বাড়ন্ত রুখতে ডাউরি ক্যালকুলেটর ওয়েবসাইট বন্ধের পথে হাঁটতে চলেছে কেন্দ্র
নাবালিকার বয়স না হলে লিভ-ইন রিলেশনে থাকতে পারে ৷ বিচারক চিতমবরেশের ডিভিশনাল বেঞ্চের নজিরবিহীন রায় দান স্বভবতই এক নতুন দিগন্তের সৃষ্টি করেছে ৷ এক ব্যাক্তির মামলার ভিত্তিতেই এই রায় দিয়েছে ৷ ভদ্রলোকের মেয়ের বয়স কম এই অজুহাতেই মেয়ের প্রেমিকের থেকে বিচ্ছিন্ন করতে চেয়েই মামলা করেছিলেন ৷ সেই মামলা খারিজ করে আদালত আজ নতুন রায় জানিয়েছে ৷ পাত্রপাত্রীর বিয়ের বয়স না হলেও তারা লিভ ইন রিলেশনে থাকতে পারে ৷
advertisement
হাইকোর্ট আরও জানিয়েছে মেয়ের বয়স ১৯ বছর বয়স অর্থাৎ সে সাবালক বা সাবালিকা তাই নিজের ভবিষ্যতের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পারে ৷ সে ক্ষেত্রে কারোর হস্তক্ষেপ করার অধিকার নেই তাদের জীবনে ৷ এমন কী পরিবারের কেউই এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না ৷
আরও পড়ুন : বুদ্ধগয়া ধারাবাহিক বিস্ফোরণে ৫ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল এএনআইয়ের বিশেষ আদালত