TRENDING:

Kerala High Court: ‘বিবাহিত মহিলাদের নিজেদের ইচ্ছা পূরণ করার অধিকার রয়েছে’, আদালতের এহেন রায়ে কোর্টে আবেগপ্রবণ হয়ে কেঁদেই ফেললেন ৫০ বছর বয়সী মহিলা

Last Updated:

সম্প্রতি কেরল হাইকোর্ট বলেছে যে, একজন ৫০ বছর বয়সী মহিলাও এবার সারোগেসির বিকল্প বেছে নিতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুঅনন্তপুরম: বিবাহিত মহিলাদের পক্ষে এক গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। সম্প্রতি কেরল হাইকোর্ট বলেছে যে, একজন ৫০ বছর বয়সী মহিলাও এবার সারোগেসির বিকল্প বেছে নিতে পারবেন। হাইকোর্টের দাবি, ২০২১ সালের সারোগেসি (রেগুলেশন) আইনের আওতায় এই অনুমতি দেওয়া হয়েছে। সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্ত নস্যাৎ করে দিয়েছে প্রধান বিচারপতি নিতিন জামদার এবং বিচারপতি এস. মনুর ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে ৫০ বছর বয়সী ওই মহিলার মা হওয়ার ইচ্ছা পূরণ করার অনুমতিও দিয়েছে। আদালতের বক্তব্য, বিবাহিত মহিলারা মা হওয়ার ইচ্ছা পূরণ করতে পারবেন। আদালতের এই সিদ্ধান্ত নারীর অধিকার এবং মাতৃত্বের আকাঙ্ক্ষা রক্ষার দিকে একটি বড়সড় পদক্ষেপ।
‘বিবাহিত মহিলাদের নিজেদের ইচ্ছা পূরণ করার অধিকার রয়েছে’ (Representative Image)
‘বিবাহিত মহিলাদের নিজেদের ইচ্ছা পূরণ করার অধিকার রয়েছে’ (Representative Image)
advertisement

আরও পড়ুন– ‘গোধরা এক অকল্পনীয় ট্র্যাজেডি’, ‘ফেক ন্যারেটিভ’ নিয়ে বিরোধীদের একহাত নিলেন মোদি

হাইকোর্টের বক্তব্য, আইনে সারোগেসির জন্য বয়সের সীমা থাকবে ২৩ বছর থেকে ৫০ বছরের মধ্যে। কেরালা স্টেট স্টেট অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ টেকনোলজি অ্যান্ড সারোগেসি বোর্ড (KSARTSB) আগে অবশ্য ওই মহিলাকে সারোগেসির জন্য অনুমতি দেননি। বোর্ডের বক্তব্য, আইন অনুযায়ী, সার্টিফিকেট ইস্যু করার দিন সারোগেসি করতে ইচ্ছুক বিবাহিত মহিলার বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। এরপরে ওই মহিলা এবং তাঁর স্বামী হাইকোর্টের দ্বারস্থ হন। এর আগে সিঙ্গেল বেঞ্চ বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখে।

advertisement

আরও পড়ুন– ‘জিম, স্যুইমিং পুল, জঙ্গল, সলমন আমায় কোথাও ছাড়েননি…!’ নায়কের ফার্ম হাউজের অন্তরঙ্গ মুহূর্ত নিয়ে মুখ খুললেন কিচা সুদীপের মেয়ে সানভি

টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন অনুযায়ী, ডিভিশন বেঞ্চ ওই মহিলার আবেদন গ্রহণ করেছে। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে এলিজিবিলিটি সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডকে। এই মামলায় সবথেকে বড় বিতর্ক হল, ৫০ বছর বয়সী একজন মহিলাকে সারোগেসির অনুমতি দেওয়া যেতে পারে কি না, কারণ আইন বলে যে, শুধুমাত্র ২৩ থেকে ৫০ বছর বয়সী মহিলারা এটি করতে পারবেন। এদিকে স্কুল রেকর্ড অনুযায়ী, মহিলার জন্ম ১৯৭৪ সালের ২৪ জুন। যার অর্থ হল, তাঁর বয়স ৫০ বছর। সিঙ্গেল বেঞ্চের বক্তব্য, মহিলার বয়স ৫০, তাই তিনি এর জন্য যোগ্য নন।

advertisement

আরও পড়ুন- ‘সংখ্যালঘুরা এ দেশে নিরাপদ, ভারতীয় হিসেবে আমি গর্বিত…’ খোলাখুলি জানালেন জন আব্রাহাম

আইন কী বলছে?

রায়ে হাইকোর্ট জানিয়েছে যে, ২০২১-এর অ্যাসিস্টেড রিপ্রোডাকটিভ (রেগুলেশন) আইনে এআরটি প্রক্রিয়ার মধ্যে যাওয়ার জন্য মহিলাদের বয়স ২১ বছরের বেশি আর ৫০ বছরের কম হতে হবে। আদালতের বক্তব্য, এআরটি প্রক্রিয়ায় মা হতে ইচ্ছুক মহিলাদের ঝুঁকি থাকে। আবার মা হতে গেলে যে আবেগগত ইচ্ছা থাকে, সেটাও সারোগেসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আদালত বলেছে যে, সারোগেট মা এবং মা হতে ইচ্ছুক মহিলার বয়স একই রকম ধরে নেওয়া যাবে না।

advertisement

হাইকোর্টের গুরুত্বপূর্ণ মন্তব্য:

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

হাইকোর্ট বলেছে যে, সারোগেসি আইনের উদ্দেশ্য হল, অনৈতিক কার্যকলাপ বন্ধ করা। তবে যাঁদের প্রয়োজন, তাঁরা যাতে এই সুবিধা নিতে পারেন, সেটা দেখাও আইনের উদ্দেশ্য। আদালত বলেছে যে, এই ক্ষেত্রে আবেদনকারীর মা হওয়ার শেষ সুযোগ রয়েছে। এটি জীবনের একটি অত্যন্ত ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ দিক। মা হওয়ার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা উচিত নয়। বিবাহিত মহিলারা নিজেদের মা হওয়ার ইচ্ছা পূরণ করতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kerala High Court: ‘বিবাহিত মহিলাদের নিজেদের ইচ্ছা পূরণ করার অধিকার রয়েছে’, আদালতের এহেন রায়ে কোর্টে আবেগপ্রবণ হয়ে কেঁদেই ফেললেন ৫০ বছর বয়সী মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল