TRENDING:

Kerala Couple Arrest: বাড়িতে ডেকে দুই পুরুষের গোপনাঙ্গে গোলমরিচ, পিন গেঁথে অত্যাচার! কেরলের দম্পতির কীর্তিতে থ পুলিশ

Last Updated:

আক্রান্ত এক যুবক পুলিশের দাবি করেন, তন্ত্র সাধনার অংশ হিসেবেই বাড়িতে ডেকে তাঁদের উপরে অত্যাচার করেছে ওই দম্পতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দু জন পুরুষকে বাড়িতে ডেকে এনে নৃশংস অত্যাচার করার অভিযোগে গ্রেফতার কেরলে এক দম্পতি৷ আক্রান্তদের বেঁধে রেখে লোহার রড, সাইকেলের চেন দিয়ে মারধর করার পাশাপাশি গোপানাঙ্গে স্টেপলার দিয়ে পিন মেরে দেওয়া হয়৷ ছিঁটিয়ে দেওয়া হয় গোলমরিচের গুঁড়ো৷
কেরলে ধৃত দম্পতি৷
কেরলে ধৃত দম্পতি৷
advertisement

সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ধৃত ওই দম্পতির নাম জয়েশ এবং তাঁর স্ত্রী রেশমি৷ তাঁরা কৈপুরমের চরলাকুন্নুর বাসিন্দা৷

পুলিশ জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর আলাপ্পুঝার নিলমপেরুরের বাসিন্দা এক তরুণকে প্রথমে বাড়িতে ডেকে অত্যাচার চালায় ওই দম্পতি৷ এর পর ৫ সেপ্টেম্বর পাথানমথিট্টার বাসিন্দা আর এক যুবককেও একই ভাবে অত্যাচার করা হয়৷

পুলিশের দায়ের করা এফআইআর অনুযায়ী, ১ সেপ্টেম্বর প্রথমে ১৯ বছর বয়সি এক তরুণকে বাড়িতে ডেকে এনে বেঁধে রেখে ভোজালি দিয়ে ভয় দেখানো হয়৷ এর পর লোহার রড, সাইকেলের চেন দিয়ে তাঁকে মারধর করা হয়৷

advertisement

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওই তরুণের গোপনাঙ্গে গোলমরিচের গুঁড়ো ছিঁটিয়ে দিয়ে তাঁর কাছে থাকা ১৯ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ওই দম্পতি৷ এর পর ঘটনার কথা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে একটি অটো স্ট্যান্ডে তাঁকে ছেড়ে দেওয়া হয়৷

এর পর সেপ্টেম্বরের ৫ তারিখে নিজের এক সহকর্মীকে ওনম উদযাপনের অজুহাতে বাড়িতে ডাকেন জয়েশ৷ বাড়িতে আসতেই ওই যুবককেও লোহার রড দিয়ে মারধর শুরু করে জয়েশ এবং তার স্ত্রী৷ ওই যুবককে শরীরের ২৩টি জায়গায় স্টেপলার দিয়ে পিন মেরে দেওয়া হয়৷ এমন কি পিন মারা হয় তাঁর গোপনাঙ্গেও৷ দ্বিতীয় এই যুবকেরও টাকা এবং মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁকে নির্জন একটি জায়গায় তাঁকে ছেড়ে দেওয়া হয়৷

advertisement

আহত অবস্থায় ওই দু জন হাসপাতালে ভর্তি হলে বিষয়টি জানাজানি হয়৷ আক্রান্ত এক যুবক পুলিশের দাবি করেন, তন্ত্র সাধনার অংশ হিসেবেই বাড়িতে ডেকে তাঁদের উপরে অত্যাচার করেছে ওই দম্পতি৷

যদিও পুলিশ সূত্র উদ্ধৃত করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আক্রান্ত দু জন পুরুষের সঙ্গেই রেশমির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল৷ স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্রে যে কথা জানতে পারে স্বামী৷ এর পরই স্ত্রীর দুই প্রেমিকের উপরে বদলা নেওয়ার ছক কষে জয়েশ৷ সেই চক্রান্তে যোগ দেয় তার স্ত্রী রেশমিও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আক্রান্ত এক যুবক জানিয়েছেন, উল্টো করে বেঁধে রাখা অবস্থায় রেশমি তাঁকে লোহার রড দিয়ে মারতে শুরু করে৷ সেই অত্যাচারের ছবি মোবাইল ক্যামেরায় রেকর্ড করে জয়েশ৷ আর কোনও পুরুষের উপরে ওই দম্পতি এ ভাবে অত্যাচার করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Couple Arrest: বাড়িতে ডেকে দুই পুরুষের গোপনাঙ্গে গোলমরিচ, পিন গেঁথে অত্যাচার! কেরলের দম্পতির কীর্তিতে থ পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল