রাগের বশেই এমন কথা বললেও বিষয়টিকে একেবারেই হালকাভাবে নেয়নি বিমানের ক্রুরা ৷ তাঁরা ঘটনাটি বিমানের ক্যাপ্টেনকে জানান ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বেঙ্গালুরু বিমানবন্দরে।
advertisement
বেঙ্গালুরু থেকে সুরাতগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমানে উঠেছিলেন অভিযুক্ত ৩৬ বছর বয়সী আয়ুর্বেদিক ডাক্তার ব্যাস হিরাল মোহনভাই। বিমানে উঠেই তিনি হট্টগোল জুড়ে দেন। কেবিন ক্রুরা তাঁকে একটি নির্দিষ্ট জায়গার মধ্যে ব্যাগ রাখতে বললে, তিনি তাঁদের হুমকি দেন, ‘‘আগে আমার ব্যাগটা রাখো, নাহলে বিমান দুর্ঘটনা ঘটিয়ে দেব!’’ তাঁর এই হুমকির মুখে পড়ে হকচকিয়ে যান কেবিন ক্রু থেকে অন্যান্য যাত্রীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সিআইএসএফকে। অভিযুক্ত ওই বিমানযাত্রীকে জোর করে বিমান থেকে নামানো হয় এবং তাঁকে গ্রেফতার করা হয়। এসবের কারণে অনেক দেরিতে ছাড়ে বিমানটি ৷ নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা পর ওড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ওই বিমান।