এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রবল বর্ষণের মাঝে পাহাড় ধসে পড়ছে। এর পাশাপাশি, জম্মু-কাশ্মীরের পুঞ্চে একটি সরকারি স্কুলেও ধস নামে। ঘটনায় এক পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন।
advertisement
বাজার থেকে কেনা ‘ভেজাল’ মধু খেয়ে যাচ্ছেন? কোন মধু খাঁটি? ১ সেকেন্ডে বলে দেবে একটা দেশলাই কাঠি!
রবিবার সন্ধ্যায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উধমপুর জেলার সামরোলি গ্রামের কাছে দেওয়াল ব্রিজের পাশে ধস নামে। এর ফলে কাশ্মীর অভিমুখী রাস্তাটি বন্ধ হয়ে যায়।
এদিকে, সোমবার পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা বৃষ্টির কারণে অমরনাথ যাত্রাও স্থগিত রাখা হয়। ১৬ জুলাই সন্ধ্যায় জে মোড় এলাকায় ধস নামায় বহু তীর্থযাত্রী আটকে পড়েন। ভারতীয় সেনাবাহিনী দ্রুত উদ্ধারকাজ চালিয়ে তাঁদের নিরাপদ স্থানে পৌঁছে দেয়।
আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু-কাশ্মীরের কিছু অংশে আরও ভারি বৃষ্টিপাত হতে পারে। অন্য দিকে, উত্তরাখণ্ডের ছয়টি জেলায় সোমবার জারি হয়েছে ‘কমলা সতর্কতা’। দেরাদুন, তেহরি, পৌড়ি, নৈনিতাল, চম্পাবত ও উদম সিং নগরে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশের বিভিন্ন জেলাতেও জারি হয়েছে ভারি বৃষ্টির সতর্কতা।