TRENDING:

ভারি বৃষ্টিতে কাত্রায় বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস! শেডের নীচে চাপা পড়ে আহত অন্তত ১০, স্থগিত অমরনাথ যাত্রা!

Last Updated:

জম্মু ও কাশ্মীরের কাত্রায় বৈষ্ণোদেবীর যাত্রাপথে ভূমিধসে আহত ১০ জন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুঞ্চে স্কুলে ধসে এক পড়ুয়ার মৃত্যু। অমরনাথ যাত্রা স্থগিত। আরও ভারি বৃষ্টির পূর্বাভাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জম্মু ও কাশ্মীরের কাত্রায় মা বৈষ্ণোদেবীর যাত্রাপথে প্রবল বৃষ্টির কারণে ভূমিধস দেখা দেয়। ঘটনায় একটি শেডের নীচে চাপা পড়েন বহু মানুষ। আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকাজ শুরু হয় এবং আপাতত ধসের কারণে বৈষ্ণোদেবীর যাত্রাপথ বন্ধ রাখা হয়েছে।
ভারি বৃষ্টিতে কাত্রায় বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস! শেডের নীচে চাপা পড়ে আহত অন্তত ১০, স্থগিত অমরনাথ যাত্রা!
ভারি বৃষ্টিতে কাত্রায় বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস! শেডের নীচে চাপা পড়ে আহত অন্তত ১০, স্থগিত অমরনাথ যাত্রা!
advertisement

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রবল বর্ষণের মাঝে পাহাড় ধসে পড়ছে। এর পাশাপাশি, জম্মু-কাশ্মীরের পুঞ্চে একটি সরকারি স্কুলেও ধস নামে। ঘটনায় এক পড়ুয়ার মৃত্যু হয়েছে এবং তিনজন আহত হয়েছেন।

বর্ষায় ঘরে ঢুকে পড়ছে সাপ? এই ৪ ঘরোয়া জিনিসেই মোক্ষম কাজ দেবে, লেজ তুলে পালাবে সাপ! বলছেন সাপ বিশেষজ্ঞ!

advertisement

বাজার থেকে কেনা ‘ভেজাল’ মধু খেয়ে যাচ্ছেন? কোন মধু খাঁটি? ১ সেকেন্ডে বলে দেবে একটা দেশলাই কাঠি!

রবিবার সন্ধ্যায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উধমপুর জেলার সামরোলি গ্রামের কাছে দেওয়াল ব্রিজের পাশে ধস নামে। এর ফলে কাশ্মীর অভিমুখী রাস্তাটি বন্ধ হয়ে যায়।

advertisement

এদিকে, সোমবার পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা বৃষ্টির কারণে অমরনাথ যাত্রাও স্থগিত রাখা হয়। ১৬ জুলাই সন্ধ্যায় জে মোড় এলাকায় ধস নামায় বহু তীর্থযাত্রী আটকে পড়েন। ভারতীয় সেনাবাহিনী দ্রুত উদ্ধারকাজ চালিয়ে তাঁদের নিরাপদ স্থানে পৌঁছে দেয়।

আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু-কাশ্মীরের কিছু অংশে আরও ভারি বৃষ্টিপাত হতে পারে। অন্য দিকে, উত্তরাখণ্ডের ছয়টি জেলায় সোমবার জারি হয়েছে ‘কমলা সতর্কতা’। দেরাদুন, তেহরি, পৌড়ি, নৈনিতাল, চম্পাবত ও উদম সিং নগরে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশের বিভিন্ন জেলাতেও জারি হয়েছে ভারি বৃষ্টির সতর্কতা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভারি বৃষ্টিতে কাত্রায় বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস! শেডের নীচে চাপা পড়ে আহত অন্তত ১০, স্থগিত অমরনাথ যাত্রা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল