গত কয়েকদিনে হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে পাহাড়প্রমাণ বিস্ফোরক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের ওই পুলিশ স্টেশনে সেই বাজেয়াপ্ত করা বিস্ফোরক ভয়ঙ্কর ভাবে ফেটে যায়। মৃত এবং আহতদের মধ্যে অধিকাংশজনই পুলিশকর্মী বলে জানা গিয়েছে ৷
advertisement
পুলিশ সূত্রে খবর, ফরিদাবাদে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট শুক্রবার রাতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল পুলিশের সঙ্গে বিস্ফোরক পদার্থ পরীক্ষা করছিলেন। সেই সময় আচমকা বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে থানাটি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে থানার বাইরে থাকা গাড়িতেও আগুন লেগে যায়। দ্রুত পদক্ষেপ করেছে প্রশাসন। আগুন নেভানো ও আহতদের উদ্ধারের কাজ শুরু হয় দ্রুত।
জানা গিয়েছে, সাংঘাতিক এই বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর । মৃতের সংখ্যা তাই আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
