TRENDING:

Karnataka New Job Rule: বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের ১০০% সংরক্ষণ! তাহলে বাতিল বাঙালিরাও, কর্ণাটক সরকারের নতুন বিল নিয়ে তুমুল জল্পনা

Last Updated:

সিদ্দারামাইয়া জানিয়েছেন, মন্ত্রিসভায় এই ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাস হয়ে গিয়েছে৷ যদিও, এই বিলকে বিভাজনমূলক এবং প্রাচীনপন্থী বলে দেগে দিয়েছেন এক শ্রেণির চাকরিজীবীরা৷ আরেক দল বলছেন, এই বিল যেন কোনও ভাবেই সে রাজ্যের টেকনোলজিক্যাল হাবকে প্রভাবিত না করে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: কর্ণাটকে কি বন্ধ হতে চলেছে ভিনরাজ্যের বাসিন্দাদের জন্য চাকরির দরজা৷ সম্প্রতি সে রাজ্যের একটি আসন্ন বিল ঘোষণা ঘিরে সেরকমই আশঙ্কা তৈরি হয়েছে৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্ণাটকের বেসরকারি সেক্টরে কিছু কিছু চাকরির ক্ষেত্রে কর্ণাটকের ভূমিপুত্রদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল আনতে চলেছে তাঁর সরকার৷
advertisement

সিদ্দারামাইয়া জানিয়েছেন, মন্ত্রিসভায় এই ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাস হয়ে গিয়েছে৷ যদিও, এই বিলকে বিভাজনমূলক এবং প্রাচীনপন্থী বলে দেগে দিয়েছেন এক শ্রেণির চাকরিজীবীরা৷ আরেক দল বলছেন, এই বিল যেন কোনও ভাবেই সে রাজ্যের টেকনোলজিক্যাল হাবকে প্রভাবিত না করে৷

এর পরেই অবশ্য গোটা বিষয়টি বিশদে ব্যাখ্যা করেছেন কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্ণাটকবাসীর জন্য চাকরির আরও সুযোগ তৈরি করার চেষ্টা করছে তাঁর সরকার৷ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বেসরকারি ক্ষেত্রে সি এবং ডি গ্রেড পদের জন্য কর্ণাটকের ভূমিপুত্রদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ আনছে তাঁর সরকার৷

advertisement

আরও পড়ুন: চার বিধায়কের শপথ! বিধানসভার সচিবালয় থেকে এবার চিঠি গেল রাজভবনে, তারপর…

সে রাজ্যের আইন বিভাগ সূত্র অনুসারে, ‘শিল্প, কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠানে কর্ণাটকবাসীর জন্য রাজ্য নিয়োগ বিল ২০২৪ আনা হচ্ছে’৷ বৃহস্পতিবার ১৮ জুলাই বিধানসভায় তা পেশ করা হবে৷

advertisement

বায়োকনের একজিকিউটিভ চেয়ারপার্সন কিরণ মজুমদার যদিও জানিয়েছেন, টেক হাব হিসাবে আমাদের কার্যক্ষমতা এবং যোগ্যতা বিষয়ে কম্প্রোমাইজ করা উচিত নয়৷

আরও পড়ুন: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে কার্যকর অনবোর্ড হাউসকিপিং পরিষেবা এবং গার্বেজ ডিসপোজ্যাল সিস্টেম চালু

ইনফোসিসের প্রাক্তন এগজিকিউটিভ মোহানদাস পাই জানিয়েছেন, এই বিল অবিলম্বে বাতিল করা উচিত৷ এটি বৈষম্যমূলক, প্রাচীনপন্থী এবং সংবিধান বিরোধী৷

যদিও বেসরকারি সংস্থায় কর্ণাটকবাসীর সংরক্ষণ বাধ্যতামূলক করা সংক্রান্ত বিল নিয়ে বিতর্কের মাঝেই পরিস্থিতি সামলাতে আসরে নামতে বাধ্য হয়েছে কর্ণাটক সরকার৷ কর্ণাটকের তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রিয়ঙ্কা খাড়্গে বলেছেন, ‘‘প্যানিক করার কোনও দরকার নেই৷ সরকার এ নিয়ে বিস্তারিত আবোচনা করবে৷ সকলের সঙ্গে কথা বলার পরেই সর্বসম্মত ভাবে একটি সিদ্ধান্তে আসা হবে৷’’ পাশাপাশি, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে  শিল্পপতি এবং আইটি জায়েন্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বিতর্কের জেরে অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত পোস্ট ডিলিট করে দেন সিদ্দারামাইয়া৷

বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka New Job Rule: বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের ১০০% সংরক্ষণ! তাহলে বাতিল বাঙালিরাও, কর্ণাটক সরকারের নতুন বিল নিয়ে তুমুল জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল