আরও পড়ুন: মমতাকে চিঠি দিতেই দিল্লিতে ডাক পড়ল অর্জুনের! বাড়িতে নৈশভোজে ডাকলেন পীযূষ গয়াল
গত ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ তারিখে জীবনতলা থানার অন্তর্গত ঝোড়রমোর অঞ্চলে একটি খালে রেজাউল সর্দারের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। তদন্তে নেমে পুলিশ একের পর এক সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু রহস্যের কিনারা হচ্ছিল না৷ প্রথমে কোনও সূত্র পাওয়া না গেলেও হাল ছাড়েনি তদন্তকারী পুলিশ টিম। অবশেষে গোপনে খবর মেলে এই থানারই অন্তর্গত ৬ নম্বর ইশ্বরীপুরের বাসিন্দা মাহাত আলি সর্দার নামক এক ব্যক্তির সম্পর্কে। চলতে থাকে খোঁজ।
advertisement
আরও পড়ুন: ফের ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে সুন্দরবনে! তড়িঘড়ি জরুরি বৈঠকে পুলিশ-প্রশাসন
অবশেষে গত ২৪ এপ্রিল, কর্নাটকের মৌদ্য জেলার হলাগুরু থানায় গ্রেফতার হয় ফেরার মাহাত আলি৷ কর্ণাটকের মালাভাল্লী কোর্টে পেশ করে ট্রানজিট রিমান্ডে ফিরিয়ে আনা হয় তাঁকে বারুইপুরে। ইতিমধ্যেই ব্যাক্তিগত আক্রোশ এর জেরে খুনের কথা স্বীকার করেছে সে। পুলিশ রিমান্ডে নিয়ে বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ চলছে।