কর্ণাটকের নবম শ্রেণীর ছাত্রীতে গর্ভবতী করার অভিযোগ উঠল ২৫ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। এর পরে ওই নাবালিকাকে তাকে গর্ভপাতের জন্য ওষুধ খাওয়ানো হয় বলেও অভিযোগ।
advertisement
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ২৫ বছর বয়সি যুবকের নাম শিবমূর্তি, সে দেশাইয়ের ভোগাপুর গ্রামের বাসিন্দা, জানা গিয়েছে গর্ভপাত করানোর জন্য অতিরিক্ত পরিমাণে ওষুধ খাওয়ানো হয়। ওষুধ খাওয়ার পর মেয়েটির স্বাস্থ্য দ্রুত খারাপ হতে থাকে। প্রথমে তাকে লিঙ্গাসুগুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ডাক্তাররা পরীক্ষা করে দেখেন ওই কিশোরীর হিমোগ্লোবিনের স্তর ৫ এ নেমে গেছে এবং তার অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসকরা।
আরও পড়ুন: বেডরোল নিয়ে অশান্তি! পঞ্জাবে ট্রেনে সেনা জওয়ানকে পিটিয়ে খু*নের অভিযোগ রেলকর্মীর বিরুদ্ধে
তীব্র অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে, তাকে উন্নত চিকিৎসার জন্য রাইচুরের RIMS হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেন। হাসপাতালের কর্মকর্তারা জানান, ওই কিশোরী বর্তমানে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
নির্যাতিতা পরিবারের অভিযোগের পর, মাস্কি পুলিশ একটি মামলা নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাকে Protection of Children from Sexual Offences (POCSO) Act এবং Indian Penal Code (IPC)-এর প্রাসঙ্গিক ধারায় অভিযুক্ত করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে পুলিশ।
