TRENDING:

Karnataka Election Results 2023: জয় প্রায় নিশ্চিত, তবু বড় আশঙ্কায় 'দুর্গে' ডাক কংগ্রেস MLA-দের! কর্ণাটকে কে হবেন মুখ্যমন্ত্রী?

Last Updated:

Karnataka Election Results 2023: নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই কর্ণাটকে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে কংগ্রেস৷ কর্ণাটকে দলের এগিয়ে থাকা বিধায়কদের বেঙ্গালুরুতে চলে আসার নির্দেশ দিল কংগ্রেস নেতৃত্ব৷ বিজেপি-র যাতে দলের জয়ী বিধায়কদের দিকে কোনওভাবে হাত না বাড়াতে পারে তাই এই সতর্কতা কংগ্রেসের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু : কর্ণাটক বিধানসভা নির্বাচনের মহারণ। কর্ণাটকে কংগ্রেসই সরকার গঠন করবে। এ বিষয়ে নিশ্চিত হয়েও বিজেপি যে অন্য দলের বিধায়কদের ভাঙানোর চেষ্টা করবে, সে বিষয়ে সতর্ক কংগ্রেস নেতৃত্ব৷
কর্ণাটক বিধানসভা নির্বাচন ফলাফল: কুর্সি কার দখলে?
কর্ণাটক বিধানসভা নির্বাচন ফলাফল: কুর্সি কার দখলে?
advertisement

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই কর্ণাটকে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে কংগ্রেস৷ তারা এগিয়ে রয়েছে ১১৫টি আসনে৷ বিজেপি ৭৩ এবং জেডিএস ২৯টি আসনে এগিয়ে রয়েছে৷

আরও পড়ুন: ঘণ্টায় ১৭৫ কিমি…! ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা! তাণ্ডবলীলার আশঙ্কায় তুমুল সতর্কতা

জেডিএস পার্টি কর্ণাটকের আঞ্চলিক দল। কর্ণাটকের চন্নাপত্তন বিধানসভা আসন থেকে এবার দ্বিতীয়বারের মতো ভাগ্য চেষ্টা করছেন জেডিএস প্রধান। কুমারস্বামীর বিজয় রথ থামাতে বিজেপি সিপি যোগেশ্বরকে মনোনীত করেছে। শনিবার নির্বাচনের ফলাফলের আগে জেডিএস প্রধান এইচডি কুমারস্বামী সাংবাদিকদের বলেন, আমরা ভাল কিছুর আশা করছি। আমার কোনও চাওয়া নেই, আমার একটা ছোট দল আছে, আমি কী ভাবে দাবি করব। প্রসঙ্গত, এক্সিট পোলে জেডিএস ৩০ থেকে ৪০ আসন জিতবে বলে ধারণা করা হয়েছে। অন্যদিকে, জেডিএস গতবার মোট ৩৭টি আসন জিতেছিল, আর তাতেই তৃতীয় দল হিসাবে আবির্ভূত হয়েছিল এই দলটি।

advertisement

আরও পড়ুন: কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু! ২২৪ আসনের মহারণে EVM খুলতেই এগিয়ে কংগ্রেস

জেডিএস ও কংগ্রেস জোট

২০১৮ কর্ণাটক বিধানসভা নির্বাচনে, JDS কংগ্রেসের সাথে জোট সরকার গঠন করে। সেই সময়ে, কংগ্রেস মোট ৮০ টি আসন জিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছিল। JDS এবং কংগ্রেসের জোট সরকার মাত্র ১৪ মাস পরে পতন হয়েছিল, কারণ ১৭ জন বিধায়ক পদত্যাগ করেছিলেন এবং ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে এসেছিলেন। এইবারও পরিস্থিতি বজায় থাকলে, জেডিএস কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

advertisement

এদিকে, কর্ণাটকে জয়ের ইঙ্গিত পেতেই এগিয়ে থাকা প্রার্থীদের একটি হোটেলে ডেকে পাঠালো কংগ্রেস নেতৃত্ব৷ বিজেপি-র হাতে থেকে জয়ী বিধায়কদের দূরে রাখতেই এই সিদ্ধান্ত৷ সূত্রের খবর জেডিএস-এর সঙ্গে যোগাযোগ জারি রয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Karnataka Election Results 2023 | কর্ণাটক নির্বাচনের ফলাফল 2023 Live Updates Here

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Election Results 2023: জয় প্রায় নিশ্চিত, তবু বড় আশঙ্কায় 'দুর্গে' ডাক কংগ্রেস MLA-দের! কর্ণাটকে কে হবেন মুখ্যমন্ত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল