স্পিকার তাঁদের ইস্তফা গ্রহণ না করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিদ্রোহী বিধায়করা৷ সুপ্রিম কোর্টে তাঁরা আবেদন করেন, তাঁদের ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করুক স্পিকার৷ নইলে রাজনৈতিক সংকট আরও বাড়বে৷ বৃহস্পতিবার একপ্রস্থ নাটক হয়েছে মুম্বইয়ের হোটেলে৷ ওই হোটেলেই রয়েছেন বিক্ষুব্ধ বিধায়করা৷ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার দেখা করতে যান ওই বিধায়কদের সঙ্গে। নিজের নামে হোটেলের একটা ঘর বুক করেন৷ শিবকুমার গেটে পৌঁছতেই বাধা পান। স্লোগান ওঠে, শিবকুমার গো ব্যাক। মুম্বই পুলিশের বাধায় সেই হোটেলে পৌঁছতেই পারেননি তিনি। পুলিশ আটক করে শিবকুমারকে।
advertisement
এ হেন পরিস্থিতিতে কংগ্রেসের আরও দুই বিধায়ক এম টি বি নাগরাজ এবং কে সুধাকর ইস্তফা দেন। এর ফলে ১৩ জন কংগ্রেসের, জেডিএসের ৩ জন ও ২ জন নির্দল বিধায়ক এইচ ডি কুমারস্বামীকে ছেড়ে গিয়েছেন। শিবকুমার বলেন, 'রাজনীতিতে কেউ বন্ধু নন, কেউ শত্রু নন৷ বন্ধুদের সঙ্গে দেখা না করে ফিরব না। ওঁদের সঙ্গে বসে কফি খেতেই মুম্বইয়ে এসেছি।'