TRENDING:

Karnataka Congress: ‘প্রধানমন্ত্রিত্বও ছেড়ে দিয়েছিলেন,’ কর্ণাটকের ক্ষমতা যুদ্ধের মাঝেই সনিয়া গান্ধির ‘বলিদান’ মনে করালেন শিবকুমার

Last Updated:

কংগ্রেসের অন্দর সূত্রের খবর, সনিয়ার কথাতেই সেই সময় ৫ বছরের মুখ্যমন্ত্রিত্ব আড়াই-আড়াই বছর করে ভাগাভাগি করে নিতে রাজি হয়েছিলেন শিবকুমার৷ চোখের জলে ছেড়ে দিয়েছিলে কর্ণাটকের মুখ্যমন্ত্রিত্বের দাবি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: এই তো গত ১৯ নভেম্বরের কথা৷ দলের কর্মীদের সামনে তিনি বলেছিলেন, ‘‘আমি তো আর সারাজীবনের জন্য এই পোস্ট (কর্ণাটক কংগ্রেস সভাপতি) ধরে রাখতে পারি না৷’’ সেই শুরু৷ তারপর থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রিত্ব কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব ফের চলে এসেছে চর্চায়৷ হুঁশিয়ারি, আলোচনা, মন্তব্য, পাল্টা মন্তব্যের পরে আপাতত খানিকটা হলেও শান্ত হয়েছেন তিনি৷ কর্ণাটকের সেই উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সাম্প্রতিক মন্তব্যেও ফের প্রতিষ্ঠিত হল, তাঁর সনিয়া আনুগত্যের কথা৷
News18
News18
advertisement

এদিন বেঙ্গালুরুতে একটি সরকারি অনুষ্ঠানে বক্তৃতা করার সময় শিবকুমার বলেন, ‘‘সনিয়া গান্ধি ২০ বছর কংগ্রেসের সভাপতি ছিলেন৷ তিনি ক্ষমতা ত্যাগ করেছেন৷ আবদুল কালাম (তৎকালীন রাষ্ট্রপতি) তাঁকে ফোন করেছিলেন৷ কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে জানিয়েছিলেন মনমোহন সিং-ই দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে৷’’

আরও পড়ুন: দু’টো সেমিস্টারেই ফার্স্ট বয়কে টপকে গিয়েছিল..ক্লাসের সেকেন্ড গার্লের জলের বোতলে তাই বিষ! সরকারি স্কুলে ভয়ঙ্কর ঘটনা

advertisement

সনিয়া গান্ধির প্রশংসা করার পাশাপাশি, শিবকুমার কর্ণাটকের ভোটারদের উদ্দেশ্যেও সিদ্দারামাইয়া নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে সমর্থন অব্যাহত রাখার আবেদন জানান এবং ২০২৮ সালের বিধানসভা নির্বাচনেও তাঁরা যেন তাঁর দলকে সমর্থন করেন, সে বিষয়ে আর্জি জানান তিনি।

২০২৩ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়লাভের পরে যে প্রশ্নে উত্তাল হয়ে উঠেছিল কংগ্রেসের অন্দরমহল, তা হল মুখ্যমন্ত্রী কে হবেন? একদিকে যেমন প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া কিছুতেই ক্ষমতা ছাড়ছিলেন না, অন্যদিকে, কংগ্রেসের জয়ের পিছনে থাকা অন্যতম কারিগর শিবকুমারও নিজের হকের হিসাবটা বুঝে নিতে চাইছিলেন৷ যখন কোনও কিছুতেই সামাল দেওয়া যায়নি, সমস্যা মিটিয়েছিল একটা মাত্র ফোন কল৷ যা শিবকুমারকে করেছিলেন সনিয়া গান্ধি৷

advertisement

কংগ্রেসের অন্দর সূত্রের খবর, সনিয়ার কথাতেই সেই সময় ৫ বছরের মুখ্যমন্ত্রিত্ব আড়াই-আড়াই বছর করে ভাগাভাগি করে নিতে রাজি হয়েছিলেন শিবকুমার৷ চোখের জলে ছেড়ে দিয়েছিলে কর্ণাটকের মুখ্যমন্ত্রিত্বের দাবি৷ কিন্তু, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও দেখা যায়, সিদ্দারামাইয়া ক্ষমতা হস্তান্তর নিয়ে উচ্চবাচ্য করছেন না কিছুতেই৷ ফের শুরু হয় দ্বন্দ্ব টানাপড়েন৷

আরও পড়ুন: সেমিস্টার সিস্টেমে ইচ্ছেমতো টাকা নয়! স্কুল ফি কত নেওয়া হবে, স্পষ্ট নির্দেশ দিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

advertisement

শিবকুমার সম্প্রতি ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন, ‘‘কথার জোরই পৃথিবীর জোর৷ আমাদের কাছে প্রতিজ্ঞা পূর্ণ করা পৃথিবীর অন্যতম সেরা ক্ষমতার মধ্যে একটা৷’’ এর সরাসরি উত্তর না দিলেও সিদ্দারামাইকে সোশ্যাল মিডিয়ার পোস্টে লিখতে দেখা যায়, ‘কোনও প্রতিজ্ঞা যতক্ষণ না মানুষের ভাল করছে, ততক্ষণ তাতে কোনও জোরই নেই৷‌’

সেরা ভিডিও

আরও দেখুন
নীলচে জলে ঘুরে বেড়াচ্ছে জলপরী! রাসের মেলায় নতুন আকর্ষণ, উপচে পড়া ভিড়
আরও দেখুন

এমন পরিস্থিতিতে সনিয়া ও রাহুল গান্ধির সঙ্গে কথা বলে বিধানসভার শীতকালীন অধিবেশনের আগেই কর্ণাটক কংগ্রেস দ্বন্দ্ব পর্বের সমাধান খুঁজবেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে৷ এরমধ্যে প্রকাশ্যে দলীয় অন্তর্দ্বন্দ্বের বিষয় না আনার বিষয়েও রাজি হয়েছেন শিবকুমার-সিদ্দারামাইয়া দু‌পক্ষ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka Congress: ‘প্রধানমন্ত্রিত্বও ছেড়ে দিয়েছিলেন,’ কর্ণাটকের ক্ষমতা যুদ্ধের মাঝেই সনিয়া গান্ধির ‘বলিদান’ মনে করালেন শিবকুমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল