TRENDING:

Sonia Gandhi | BJP: কর্ণাটক নির্বাচনের আগে সনিয়া গান্ধির বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির, মোদির মন্তব্যের পরেই পদক্ষেপ

Last Updated:

আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন৷ তার আগে গতকাল, শেষ রবিবারের প্রচার সেরেছেন নরেন্দ্র মোদি৷ প্রায় ১০ কিলোমিটারের রোড শো, তারপরে জোড়াল বক্তৃতা৷ এদিনের বক্তৃতাতেও তার কণ্ঠে ঘুরে ফিরে এসেছিল গান্ধি পরিবারের কথা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সনিয়া গান্ধির মন্তব্য নিয়ে এবার সরাসরি নির্বাচন কমিশনে নালিশ ঠুকল বিজেপি৷ কর্ণাটক নির্বাচনের প্রচারে সনিয়া গান্ধির ‘সার্বভৌমত্ব বা অখণ্ডতা’ মন্তব্য নিয়ে গত রবিবারই কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপির এই নালিশ৷ নিজেদের আবেদনে কংগ্রেস এবং কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছে গেরুয়া শিবির৷
advertisement

আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন৷ তার আগে গতকাল, শেষ রবিবারের প্রচার সেরেছেন নরেন্দ্র মোদি৷ প্রায় ১০ কিলোমিটারের রোড শো, তারপরে জোড়াল বক্তৃতা৷ এদিনের বক্তৃতাতেও তার কণ্ঠে ঘুরে ফিরে এসেছিল গান্ধি পরিবারের কথা৷

আরও পড়ুন:রবীন্দ্রজয়ন্তীতে রাজ্যে অমিত শাহ, চূড়ান্ত হল বঙ্গ সফরসূচি, আজ রাতেই কলকাতায়

রবিবার কর্ণাটকের শেষ নির্বাচনী বক্তৃতায় তাঁকে বলতে শোনা যায়, ‘‘গান্ধিরা রাজকীয় পরিবার৷ কিন্তু এই পরিবার দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করে চলেছে৷’’

advertisement

গত শনিবার হুব্বালির জনসভায় কর্ণাটকের সার্বভৌমত্বকে রক্ষা করা নিয়ে জোড়াল সওয়াল করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধি৷ এদিন সেই রেশ টেনেই মোদির প্রতিক্রিয়া, ‘‘গতকাল, তারা (গান্ধী) বলেছিল যে তারা কর্ণাটকের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। এর অর্থ হল তারা প্রকাশ্যে ভারত থেকে কর্ণাটককে আলাদা করার পক্ষে কথা বলছে৷’’

মোদির এই মন্তব্যের পরে আজ, সোমবারই সনিয়া গান্ধির মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি৷

আরও পড়ুন: জোড়াসাঁকোয় কড়া মন্তব্য রাজ্যপালের, বিকেলের স্পষ্ট উত্তর মমতার, ফের শুরু সংঘাত?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

সূত্রের খবর, সনিয়া গান্ধির ওই দিনের বক্তৃতার পরে একটি ট্যুইটও করা হযেছিল কংগ্রেসের তরফে৷ সেই ট্য়ুইটের বিষয়টিও নিজেদের অভিযোগপত্রে উল্লেখ করেছে তারা৷ বিজেপির দাবি, কর্ণাটক নিয়ে এহেন মন্তব্য়ের অর্থ বিভাজনের রাজনীতি তৈরি করা৷

বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi | BJP: কর্ণাটক নির্বাচনের আগে সনিয়া গান্ধির বিরুদ্ধে কমিশনে নালিশ বিজেপির, মোদির মন্তব্যের পরেই পদক্ষেপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল