TRENDING:

LIVE: কর্ণাটকে সরকার গড়তে বিজেপি-কংগ্রেস টক্কর

Last Updated:

Live Karnataka Election Result 2018: লক্ষ্যপূরণ কি হবে? কংগ্রেস রাজের পর কর্নাটকে কি বিজেপি রাজ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: দক্ষিণের একমাত্র রাজ্য যেখানে একসময় সরকার গড়েছিল বিজেপি। দক্ষিণে পা দিতে সেই রাজ্য থেকেই ফের জয়পতাকা ওড়াতে চান নরেন্দ্র মোদি - অমিত শাহরা। লক্ষ্যপূরণ কি হবে? কংগ্রেস রাজের পর কর্নাটকে কি বিজেপি রাজ?
advertisement

লোকসভা ভোটের আগে সেমিফাইনাল। আজ কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।  ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩। কংগ্রেসের হাতে এখন একমাত্র বড় রাজ্য বলতে কর্নাটক। আবার এই কর্নাটকই দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য, যেখানে এর আগে বিজেপির সরকার ছিল। এবার কি হবে? কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকার কি ক্ষমতা ধরে রাখতে পারবে? পারবে বিজেপির লিঙ্গায়েত ভোটে থাবা বসাতে? এবার কর্নাটকে গিয়ে প্রচারে ঝড় তুলেছিলেন রাহুল গান্ধি। তার ফসল কি হাতে উঠবে? নাকি, মোদি ম্যাজিকে কর্নাটক হবে গেরুয়া? নাকি এবার ত্রিশঙ্কু কর্নাটকে কিংমেকার হয়ে উঠবে দেবেগৌড়ার জেডিএস? মঙ্গলে কার মঙ্গল হয় জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

advertisement

শেষ মুহূর্তে ভোটের হার বাড়ায় আশাবাদী বিজেপি। বুথ ফেরৎ সমীক্ষা বলছে, দক্ষিণের এই রাজ্য দখলে এখন কংগ্রেস-বিজেপির মধ্যে লড়াই হাড্ডাহাড্ডির। যদিও ত্রিশঙ্কু হওয়ার দিকেও ঝুঁকে বেশ কয়েকটি একজিট পোলের ফলাফল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১১টি-র মধ্যে ৬টি সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপি-কে। ৫টি-তে এগিয়ে কংগ্রেস। তবে সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, ত্রিশঙ্কুর পথে হাঁটছে কর্নাটক বিধানসভা। ২০১৯-এর আগে কর্নাটক দখলের লড়াই বিজেপির কাছে বড় ফ্যাক্টর। আবার কর্নাটকে কংগ্রেসের জয় রাহুল গান্ধির নেতৃত্বকে শক্ত করবে। এবার কোন দিকে যাবে রাজ্যবাসীর ফল, জানা যাবে ১৫ মে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
LIVE: কর্ণাটকে সরকার গড়তে বিজেপি-কংগ্রেস টক্কর