লোকসভা ভোটের আগে সেমিফাইনাল। আজ কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩। কংগ্রেসের হাতে এখন একমাত্র বড় রাজ্য বলতে কর্নাটক। আবার এই কর্নাটকই দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য, যেখানে এর আগে বিজেপির সরকার ছিল। এবার কি হবে? কংগ্রেসের সিদ্দারামাইয়া সরকার কি ক্ষমতা ধরে রাখতে পারবে? পারবে বিজেপির লিঙ্গায়েত ভোটে থাবা বসাতে? এবার কর্নাটকে গিয়ে প্রচারে ঝড় তুলেছিলেন রাহুল গান্ধি। তার ফসল কি হাতে উঠবে? নাকি, মোদি ম্যাজিকে কর্নাটক হবে গেরুয়া? নাকি এবার ত্রিশঙ্কু কর্নাটকে কিংমেকার হয়ে উঠবে দেবেগৌড়ার জেডিএস? মঙ্গলে কার মঙ্গল হয় জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।
advertisement
শেষ মুহূর্তে ভোটের হার বাড়ায় আশাবাদী বিজেপি। বুথ ফেরৎ সমীক্ষা বলছে, দক্ষিণের এই রাজ্য দখলে এখন কংগ্রেস-বিজেপির মধ্যে লড়াই হাড্ডাহাড্ডির। যদিও ত্রিশঙ্কু হওয়ার দিকেও ঝুঁকে বেশ কয়েকটি একজিট পোলের ফলাফল ৷
১১টি-র মধ্যে ৬টি সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপি-কে। ৫টি-তে এগিয়ে কংগ্রেস। তবে সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে, ত্রিশঙ্কুর পথে হাঁটছে কর্নাটক বিধানসভা। ২০১৯-এর আগে কর্নাটক দখলের লড়াই বিজেপির কাছে বড় ফ্যাক্টর। আবার কর্নাটকে কংগ্রেসের জয় রাহুল গান্ধির নেতৃত্বকে শক্ত করবে। এবার কোন দিকে যাবে রাজ্যবাসীর ফল, জানা যাবে ১৫ মে।