ফলে ট্রেন্ডিং অনুযায়ী যা দেখা যাচ্ছে তাতে দ্রাবিড় ভূমির এই রাজ্যে কংগ্রেসের ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত। কর্ণাটক জুড়ে সেলিব্রেশনও শুরু করেছেন কংগ্রেস সমর্থকরা। কিন্তু এরই মধ্যে কংগ্রেসের উদ্দেশ্যে সতর্কবাণী করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী কমল নাথ। তিনি বলেছেন, কর্ণাটকে কংগ্রেস সরকার গঠন করবে তা নিশ্চিত। কিন্তু বিজেপি অন্যান্য দলের বিধায়ক এবং নির্দল বিধায়কদের কাছে টানার চেষ্টা করতে পারে।
advertisement
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের কমল নাথের নেতৃত্বে কংগ্রেস সরকার গঠন করেছিল। কিন্তু পরে একাধিক বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন। বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে ফেলে কংগ্রেস। ফলে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার পড়ে যায়। কর্ণাটকের আগের বিধানসভার ক্ষেত্রেও এমন ছবি দেখা গিয়েছিল। সেই সময়ে কংগ্রেস এবং জেডিএস হাত মিলিয়ে সরকার গঠন করে। কিন্তু কয়েক মাসের মধ্যেই দুই দলের প্রচুর বিধায়ক বিজেপি শিবিরে যোগ দেন। ফলে কুমারস্বামীর সরকারের পতন হয়।
আরও পড়ুন, জয় প্রায় নিশ্চিত, তবু বড় আশঙ্কায় ‘দুর্গে’ ডাক কংগ্রেস MLA-দের! টানটান উত্তেজনা
আরও পড়ুন, কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগণনা! ২২৪ আসনের মহারণে EVM খুলতেই এগিয়ে কংগ্রেস
ফলে এবারও আগের কথা মনে করে কংগ্রেসকে সতর্ক করে দিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। অন্যদিকে, কর্ণাটকে জয়ের ইঙ্গিত পেতেই এগিয়ে থাকা প্রার্থীদের একটি হোটেলে ডেকে পাঠালো কংগ্রেস নেতৃত্ব। বিজেপি-র হাতে থেকে জয়ী বিধায়কদের দূরে রাখতেই এই সিদ্ধান্ত। বিশেষ সূত্রের খবর, জেডিএস-এর সঙ্গে যোগাযোগ জারি রয়েছে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের।