TRENDING:

কংক্রিটের জঙ্গলে যেন এক টুকরো স্বর্গোদ্যান! হাইওয়ের ধারে এই বাড়ি দেখলে চোখ ফেরাতে পারেন না পথচারীরা

Last Updated:

রাজস্থানের করৌলি গঙ্গাপুর হাইওয়ের পাশেই বাড়ি বিনোদ কুমার সেনের। গাছগাছালির স্নেহ-ছায়া মাখা এই বাড়িটির অপূর্ব সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারেন না পথচারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থান: বিশ্ব উষ্ণায়নের জেরে দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া। এর সবথেকে বড় কারণ হল বৃক্ষ নিধন। ফলে গরম বাড়লে কিংবা প্রবল বৃষ্টি হলে এই সময়টাতেই বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা উপলব্ধি হয়। আসলে গাছগাছালির জঙ্গল কেটে তৈরি হচ্ছে কংক্রিটের জঙ্গল। তবে অনেকেই বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে নিজের মতো উদ্যোগ নিয়েই গাছ লাগাচ্ছেন। রাস্তার পাশে কিংবা বাড়ির বাগানে তো বটেই, সেই সঙ্গে ছোট্ট ফ্ল্যাটের চিলতে বারান্দাতেও গড়ে তুলছেন সাধের বাগান। আজ আমরা এমনই এক গাছপ্রেমীর কথা বলব।
কংক্রিটের জঙ্গলে যেন এক টুকরো স্বর্গোদ্যান! হাইওয়ের ধারে এই বাড়ি দেখলে চোখ ফেরাতে পারেন না পথচারীরা
কংক্রিটের জঙ্গলে যেন এক টুকরো স্বর্গোদ্যান! হাইওয়ের ধারে এই বাড়ি দেখলে চোখ ফেরাতে পারেন না পথচারীরা
advertisement

রাজস্থানের করৌলি গঙ্গাপুর হাইওয়ের পাশেই বাড়ি বিনোদ কুমার সেনের। গাছগাছালির স্নেহ-ছায়া মাখা এই বাড়িটির অপূর্ব সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারেন না পথচারীরা। শুধু সৌন্দর্যই নয়, এর জেরে হাইওয়েতে দূষণের পরিমাণও অনেক কম। বিনোদবাবু জানিয়েছেন যে, তাঁর বাড়িতে প্রায় ৭০ থেকে ৮০ রকমের গাছপালা রয়েছে। অন্দরেই রয়েছে প্রায় ৭০টি গাছ। আর সকাল আর সন্ধ্যার কিছুটা সময় কেটে যায় এই সব গাছপালার পরিচর্যায়। আর ছুটির দিনে তো কথাই নেই। আগাছা পরিষ্কার করার পাশাপাশি গাছের যত্ন নেন।

advertisement

আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি সাইক্লোনিক সার্কুলেশন, সাইক্লোন হয়ে ফুঁসবে যখন...

এমনিতে কৈলা দেবী কমিউনিটি হেলথ বিল্ডিং-এ নার্সিং পরিষেবা প্রদানের কাজ করা সত্ত্বেও গাছের পরিচর্যা নিজের হাতেই করতে পছন্দ করেন বলে জানান বিনোদবাবু। তাঁর কথায়, “সবুজ গাছগাছালিতে ঘেরা এই পরিবেশে মনে হয় সারা দিন ঘরেই থেকে যাই। আর বহু লোকজন দূরদূরান্ত থেকে এসে আমার বাড়িতে ফটোশ্যুটও করে যান।”

advertisement

তিনি আরও জানালেন যে, তাঁর ওই বাড়ি দেখতে আসা মানুষদের যাতে কষ্ট না হয়, এর জন্য তিনি একটি ওয়াটার কুলারও বসিয়েছেন। যাতে মানুষ ঠান্ডা জল পান করে আরামটুকু পেতে পারেন। শুধু বাড়িতে আসা মানুষই নয়, এই সুবিধাটি লাভ করতে পারেন হাইওয়েতে চলাচলকারীরাও। ক্ষণিকের জন্য গাড়ি থামিয়ে ঠান্ডা জলে গলা ভিজিয়ে নিজেদের তেষ্টাটুকু নিবারণ করতে পারেন।

advertisement

আরও পড়ুন: মৃৎশিল্পীর স্টার্টআপ! রাজস্থানের গোপাল পথ দেখাচ্ছেন বিকল্প আয়ের!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর এভাবেই সমাজের উদ্দেশ্যে গাছ লাগানোর বার্তা ছড়িয়ে দিতে চাইছেন বিনোদবাবু। তিনি বলেন যে, “আমি সবাইকে বলতে চাই আরও বেশি বেশি করে গাছ লাগান। এতে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার তো ঘটবেই, সেই সঙ্গে মনও পরিতৃপ্তিতে পূর্ণ হবে। আর বাড়ির পরিবেশও সবুজ শীতল ও সুন্দর হয়ে উঠবে। ঠিক যেভাবে আমার বাড়ির সৌন্দর্য বর্ধন করছে গাছগাছালি।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কংক্রিটের জঙ্গলে যেন এক টুকরো স্বর্গোদ্যান! হাইওয়ের ধারে এই বাড়ি দেখলে চোখ ফেরাতে পারেন না পথচারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল