TRENDING:

কংগ্রেসকে আর বিকল্পও ভাবছে না মানুষ, দলের উপরে চূড়ান্ত হতাশ কপিল সিবাল

Last Updated:

কয়েক মাস আগেই দলের শীর্ষ নেতৃত্বে বদল চেয়ে কপিল সিবাল এবং আরও ২২জন সিনিয়র নেতা দলকে চিঠি দিয়েছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এর আগেও দলকে সতর্ক করে চিঠি লিখেছিলেন৷ কিন্তু উল্টে দলীয় নেতৃত্বেরই অসন্তোষের মুখে পড়তে হয়েছিল৷ তাঁদের দাবি মতো দলের নেতৃত্বেও কোনও বদল আসেনি৷ বিহার ভোটের পরই তাই ফের সরব হলেন কংগ্রেস নেতা কপিল সিবাল৷ চাঁচাছোলা ভাষায় জানিয়ে দিলেন,  মানুষ কংগ্রেসকে আর বিকল্প হিসেবেও ভাবছে না৷
advertisement

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে কপিল সিবাল দাবি করেছেন, বিহার নির্বাচনের আগেই দেওয়াল লিখন পড়তে ব্যর্থ হয়েছে কংগ্রেস৷ কপিল সিবল বলেছেন, বিহারে কংগ্রেস নয়, নীতীশ সরকারের বিকল্প হিসেবে মানুষ আরজেডি-কেই বেছেছিলেন৷ কংগ্রেসের কথা ভাবেননি৷ আবার গুজরাতেও উপনির্বাচনে কোনও আসন পেতে ব্যর্থ হয়েছে তারা৷

চূড়ান্ত হতাশ সিবাল বলেছেন, 'লোকসভা উপনির্বাচনেও একটি আসন জিততে ব্যর্থ হয়েছি আমরা৷ উত্তর প্রদেশে কোনও কোনও আসনে কংগ্রেস ২ শতাংশের কম ভোট পেয়েছে৷

advertisement

রবিবারই আর এক সিনিয়র কংগ্রেস নেতা তারিক আনওয়ার দাবি করেন, বিহার নির্বাচনের আগে আসন রফা চূড়ান্ত করতে দেরি হওয়াতেই হারতে হয়েছে মহাজোটকে৷ এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে তার জন্য এখন থেকে জোট গঠনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি৷ যদিও কপিল সিবাল মনে করছেন ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গিয়েছে৷ তাঁর প্রশ্ন, গত ছ' বছরে যখন কংগ্রেস আত্মসমীক্ষা করেনি তখন আর এখন তা করে কী হবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কপিল সিবাল অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, তিনি কংগ্রেসে আছেন, আজীবন কংগ্রেসেই থাকবেন৷ কয়েক মাস আগেই দলের শীর্ষ নেতৃত্বে বদল চেয়ে তিনি এবং আরও ২২জন সিনিয়র নেতা দলকে চিঠি দিয়েছিলেন৷ কিন্তু দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই প্রস্তাব খারিজ হয়ে যায়৷ উল্টে দলেরই একাংশের রোষের মুখে পড়েন এই নেতারা৷ কংগ্রেস ওয়ার্কিং কমিটির কর্মপন্থাতেও বদল আনার আর্জি জানিয়েছেন কপিল সিবাল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসকে আর বিকল্পও ভাবছে না মানুষ, দলের উপরে চূড়ান্ত হতাশ কপিল সিবাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল