TRENDING:

কানপুর ট্রেন নাশকতার মাস্টারমাইন্ড ISI এজেন্ট শামসুল গ্রেফতার

Last Updated:

কানপুর ট্রেন নাশকতায় ধৃত মূল অভিযুক্ত ৷ ISI এজেন্ট শামসুল হুডাকে মঙ্গলবার গ্রেফতার করেছে নেপাল পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঠমান্ডু: কানপুর ট্রেন নাশকতায় ধৃত মূল অভিযুক্ত ৷  ISI এজেন্ট শামসুল হুডাকে মঙ্গলবার গ্রেফতার করেছে নেপাল পুলিশ ৷ কানপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যাতে ১৫০ জনের মৃত্যু হয়েছিল তার মাস্টারমাইন্ড ছিল হুডা ৷
advertisement

নেপাল পুলিশের একটি স্পেশ্যাল টিম শামসুল হুডা-সহ তিনজনকে গ্রেফতার করেছে ৷ বাকি তিনজনের নাম ব্রিজ কিশোর গিরি, আশিষ সিং, উমেশ কুমার কুর্মী ৷ প্রত্যেকেই দক্ষিণ নেপালের কালাইয়া জেলার বাসিন্দা ৷

কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করেছে ইনটেলিজেন্স ব্যুরো ৷ ইন্টারপোলের সাহায্যে তাদের দুবাই থেকে নেপালে নিয়ে আসা হয় ৷ কানপুর ট্রেন দুর্ঘটনার পাশাপাশি বরা জেলার ডাবল খুনেরও মাস্টারমাইন্ড ছিলেন হুডা ৷ জেলা আদালতে তার নামে ইতিমধ্যেই একটা মামলা দায়ের করা হয়েছে ৷

advertisement

গত ২০ নভেম্বর কানপুরের পুখরায়নে দুর্ঘটনায় পড়ে ইন্দোর–পাটনা এক্সপ্রেস ৷ মৃত্যু হয় ১৫০ জন নিরীহ মানুষের ৷ সম্প্রতি বিহার পুলিশের হাতে ধৃত তিন আইএস সন্দেহভাজন ৷ প্রেশার কুকারে বিস্ফোরক ভরে উড়িয়ে দেওয়া হয় ট্রেনের ট্র্যাক ৷ এমনই তথ্য জানা গিয়েছে ৷

উত্তরপ্রদেশ ATS সূত্রে খবর, জেরায় ধৃতরা জানিয়েছে আইএস-এর নির্দেশেই ভারতীয় রেলকে টার্গেট করেছিল তারা ৷ রেলওয়ে ট্র্যাকে নাশকতা ঘটিয়ে কিভাবে ট্রেন দুর্গটনা ঘটানো যাবে তাঁর পুরো প্রশিক্ষণ দেওয়ার পর মোতিলালদের নির্দিষ্ট দিনে কানপুর স্টেশনে পাঠানো হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পূর্ব নির্দেশ ও জায়গা মতোই তারা প্রেশার কুকারে বিস্ফোরক ভরে কানপুর থেকে ১০০ কিমি দূরে নির্দিষ্ট জায়গায় ট্রেন ট্র্যাকে রেখে দেয় ৷ বিস্ফোরণে উড়ে যায় রেলওয়ে লাইন ৷ ফলে ওই ট্র্যাক ধরে ইন্দোর–পাটনা এক্সপ্রেস আসায় প্রবল দুর্ঘটনা ঘটে ৷ লাইনচ্যুত হয় ওই ট্রেনের ১৪টি বগি ৷ এই পুরো অপরাশেনের জন্য দুবাই থেকে তাদের ২৫ লক্ষ টাকা পাঠিয়েছিল ISI এজেন্ট শামসুল হুডি নামে এক ব্যক্তি। শামসুলের খোঁজে নামে তদন্তকারীরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কানপুর ট্রেন নাশকতার মাস্টারমাইন্ড ISI এজেন্ট শামসুল গ্রেফতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল