তিনি জানিয়েছেন এখনও অবধি যে সব ইঙ্গিত বা সূত্র পাওয়া গিয়েছে তা অনুযায়ী এই ঘৃণ্য ঘটনা এক চক্রান্ত এমনটাই মত বৈষ্ণবীর ৷ এই মামলা খতিয়ে দেখুক সিবিআই ৷ সূত্রের খবর অনুযায়ী শহিদ ক্ষেত্রাধিকারী দেবেন্দ্র মিশ্র চৌবেপুরের সাসপেন্ড বিনয় তিওয়ারিকে সরানোর কথা বলেছিলেন ৷ কিন্তু উচ্চ পদাধিকারীদের কাছে আর্জি জানালেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ শহিদ সিও নিজের রিপোর্টে বিনয় তিওয়ারি -র গড়মিলের বিষয়ে জানিয়েছিলেন ৷
advertisement
শহিদ দেবেন্দ্র ২০২০ -র ১৪ মার্চ চিঠি লিখে কানপুরের এসএসপি কে জানিয়েছিলেন যে তিনি চৌবেপুর থানার প্রধানকে নির্দেশ দিয়েছিলেন ৷ কিন্তুু তারপরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ সূত্রের খবর বিনয় তিওয়ারি বিকাশ দুবের সঙ্গে যোগাযোগ রাখতেন ৷ এসব জানার পরেও তার বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি ৷
এই কানপুর শ্যুটআউট যা নিয়ে গোটা দেশ উত্তাল তাতে বিনয় তিওয়ারির ভূমিকা অত্যন্ত সন্দেহজনক ৷ তাই এই ঘটনার পর তাকে সাসপেন্ড করা হয়েছে ৷ এছাড়াও চৌবেপুর থানার দারোগা ও এক সেপাইকেও সাসপেন্ড করা হয়েছে ৷ এই তিন পুলিশের সঙ্গে বিকাশ দুবের সম্পর্ক ছিল বলে অভিযোগ ৷