আরও পড়ুন: যত ইচ্ছে Luggage নিয়ে ট্রেনযাত্রা আর নয়! নতুন নিয়ম চালু করল ভারতীয় রেল! জানুন...
এই ঘটনার জেরে এ যাবৎ ১৭ জনকে আটক করেছে পুলিশ। এই বিষয়ে কানপুর জেলা ম্যাজিস্ট্রেট, নেহা শর্মা বলেন, “প্রাথমিক উত্তেজনার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে ইতিমধ্যেই। তিনি জানান, "দু-দল পাথর ছোড়াছুড়ি শুরু করলে কমিশনার এবং যুগ্ম কমিশনার-সহ আমরা সবাই ঘটনাস্থলে উপস্থিত হই।"
advertisement
বিজেপি নেত্রী নূপুর শর্মার (BJP spokesperson Nupur Sharma) অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বেগমগঞ্জ থানা এলাকার নয়া সড়কের সংখ্যালঘুদের একটি স্থানীয় সমিতির সভাপতি জাফর হায়াত হাশমি বনধের ডাক দেন। একটি সামাজিক সংগঠন কানপুরের (Kanpur Clash) ওই এলাকাজুড়ে বনধ ঘোষণা করার পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানাতে শুরু করেন। অন্যদিকে যারা বাজার বন্ধের পক্ষে ছিল না তারা বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এদিনের ধর্মীয় প্রার্থনা শেষ হলে উত্তেজনা চরমে পৌঁছয়। এরপরেই ২৫টি থানার বাহিনী-সহ পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের প্রয়াসে শেষমেশ পরিবেশ শান্ত হয় এমনটাই সূত্রের খবর।