আহত ব্যক্তির নাম ডব্বু গুপ্তা। অভিযোগ, গত রবিবার রাতে তাঁর স্ত্রী পুনম রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি ফেরে। কিন্তু বাড়ি ফিরতে এত রাত হল কেন? স্ত্রীয়ের সামনে এই প্রশ্ন তুলতেই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সমস্যা এমন জায়গায় পৌঁছয় যে দুজনের মধ্যে মারধর শুরু হয়ে যায়।
আরও পড়ুন : ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম
advertisement
আরও পড়ুন : আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
একটা সময় স্বামী ডব্বুকে জোড়ে ধাক্কা দেয় তাঁর স্ত্রী। স্বামী হুমড়ি খেয়ে বাথরুমে গিয়ে পড়়ে। তখনই বাথরুম পরিষ্কার করার অ্যাসিডের বোতল খুলে স্বামীর মুখে ছুঁড়ে মারে তাঁর স্ত্রী। তারপরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে আসে ডব্বু। অ্যাসিডে তাঁর মুখ ঝলসে যায়।
সেই অবস্থাতেই রাত ৩টে নাগাদ কালেক্টর থানায় পৌঁছয় ওই ব্যক্তি। স্ত্রী পুনমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেখান থেকেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ডব্বুর স্ত্রী পুনমকে গ্রেফতার করে পুলিশ।