জানা গিয়েছে, ট্রাক্টর-ট্রলি রাস্তায় পিছলে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। শনিবার সন্ধেয় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। রাস্তায় পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। পড়ে যায় পাশের পুকুরে। উন্নাও থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল গাড়িটি। কানপুরের কাছে ঘাটামপুর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
আরও পড়ুন: ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, কানপুরে মৃত ১১ শিশু-সহ অন্তত ২৪ তীর্থযাত্রী! দেখুন
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের তরফে ট্যুইট করা হয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মোদি। ট্যুইটে লেখা হয়েছে, 'কানপুরে ট্র্যাক্টর-ট্রলি দুর্ঘটনায় শোকাহত। প্রিয়জনদের যাঁরা হারিয়েছেন তাঁদের সমবেদনা জানাই। আহতদের আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন সমস্ত দায়িত্ব পালন করছেন।' শোকপ্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আরও পড়ুন: ওরাকল স্পিকস ২ অক্টোবর: দেখুন ভাগ্যফল, জানুন সপ্তমীতে কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই ঘটনায় মর্মাহত। তাঁর দফতরের তরফে ট্যুইট করে শোকপ্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফেও মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও আহতদেরকে ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। শনিবারই প্রধানমন্ত্রীর দফতরও আর্থিক অনুদান ঘোষণা করেছে।