TRENDING:

Kanhaiya Kumar removes AC installed at Patna CPI office: কংগ্রেসে যোগ দেওয়ার আগে সিপিআই অফিসের এসি মেশিন খুলে নিলেন কানহাইয়া কুমার!

Last Updated:

জেএনইউ-এর ছাত্র সংসদের প্রাক্তন নেতা কানহাইয়া কুমা এবং গুজরাতের রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের বিধায়ক জিগনেশ মেওয়ানির আজ কংগ্রেসে যোগদান করার কথা (Kanhaiya Kumar removes AC installed at Patna CPI office)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: কংগ্রেসে যোগ দেবেন৷ তাই দলবদলের আগে বিহারের সিপিআই রাজ্য অফিসে নিজের লাগানো এসি মেশিন খুলে নিলেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar removes AC installed at Patna CPI office)৷ বিহারে সিপিআই-এর রাজ্য সম্পাদক রাম নরেশ পান্ডে নিজেই এ কথা জানিয়েছেন৷ এতদিন সিপিআই-এর সদস্য ছিলেন কানহাইয়া (Kanhaiya Kumar)৷ নিজের খরচেই পটনায় সিপিআই-এর রাজ্য দফতরে একটি এসি মেশিন লাগিয়েছিলেন তিনি৷
কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার৷ Photo- PTI
কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার৷ Photo- PTI
advertisement

রাম নরেশ পান্ডে জানিয়েছেন, 'এসি মেশিন খোলার জন্য অনুমতি চেয়েছিলেন কানহাইয়া৷ যেহেতু ওই এসি মেশিন তিনিই লাগিয়েছিলেন, তাই আমি সেটি খুলে নেওয়ার অনুমতি দিয়েছি৷' সংবাদসংস্থা এএনআই-এর কাছে অবশ্য সিপিআই রাজ্য সম্পাদক আশা প্রকাশ করেছেন, সিদ্ধান্ত বদলে কংগ্রেসে যোগ না দিয়ে সিপিআই-তেই থেকে যাবেন কানহাইয়া (Kanhaiya Kumar to join Congress)৷

রাম নরেশ পান্ডে বলেন, 'আমি এখনও আশা করি কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দেবেন না কারণ তিনি কমিউনিস্ট মনোভাবাপন্ন এবং এই ধরনের মানুষ খুব সহজে আদর্শগত পরিবর্তন করেন না৷'

advertisement

আরও পড়ুন: কানহাইয়া-জিগনেশের যোগদান কালই! বোমা ফাটাতে তৈরি কংগ্রেস, কতটা লাভ জোড়া ঘুঁটিতে

রাম নরেশ পান্ডে আরও দাবি করেন, গত ৪ এবং ৫ সেপ্টেম্বর দিল্লিতে সিপিআই-এর ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে যোগ দিয়েছিলেন কানহাইয়া (Kanhaiya Kumar)৷ সেখানে তিনি দল ছাড়ার কোনও ইঙ্গিত দেননি বলেও দাবি করেছেন রাম নরেশ পান্ডে৷ তিনি আরও জানান, দলের কাছে নিজের জন্য কোনও পদেরও দাবি জানাননি কানহাইয়া কুমার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জেএনইউ-এর ছাত্র সংসদের প্রাক্তন নেতা কানহাইয়া কুমা এবং গুজরাতের রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের বিধায়ক জিগনেশ মেওয়ানির আজ কংগ্রেসে যোগদান করার কথা৷ বর্তমানে কানহাইয়া সিপিআই-এর সর্বোচ্চ নীতি নির্ধারক ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
Kanhaiya Kumar removes AC installed at Patna CPI office: কংগ্রেসে যোগ দেওয়ার আগে সিপিআই অফিসের এসি মেশিন খুলে নিলেন কানহাইয়া কুমার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল