বুধবার ‘দেশদ্রোহিতা’র মামলায় জেএনইউ ছাত্রনেতা কানহাইয়া কুমারের জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট ৷ বুধবার আদালতের নির্দেশে ১০ হাজার টাকার বন্ডে ৬ মাসের অন্তর্বতীকালীন জামিন পান কানহাইয়া ৷ বুধবার জামিন পেলেও, এদিন সন্ধেয় কানহাইয়াকে তিহার জেল থেকে মুক্ত দিল দিল্লি পুলিশ ৷ তবে আদালতের নির্দেশ, তদন্তে সম্পুর্ণ সহযোগিতা করতে হবে কানহাইয়াকে ৷
advertisement
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘দেশবিরোধী’র স্লোগান দেওয়ার অভিযোগে ১২ ফেব্রুয়ারি দিল্লি পুলিশ গ্রেফতার করে কানহাইয়া কুমারকে ৷ ১৭ ফেব্রুয়ারি অবধি পুলিশি হেফাজতেই ছিল কানহাইয়া ৷ পরে তাঁকে রাখা হয় তিহার জেলে৷ জামিনের নির্দেশনামা অনুযায়ী, জেএনইউ শিক্ষকেরা অবশ্যই কানাহাইয়া পাশে দাঁড়াতে পারেন ৷ কিন্তু কানহাইয়ার তদন্তেও যথাসাধ্য সাহায্য করতে হবে ৷ শুধু তাই নয়, ভবিষ্যতে কানহাইয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সঠিক পথে নিয়ে যেতে হবে ৷
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া জেএনইউ-র এই ছাত্রনেতাকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উত্তাল গোটা দেশ। সংসদ থেকে দিল্লির রাজপথ। কানহাইয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হন হাজার হাজার মানুষ। অবশেষে শর্তসাপেক্ষে জামিন হল কানহাইয়া কুমারের।গোয়েন্দাদের হাতে আসা তথ্য ও জাল ভিডিও ফুটেজের বিতর্ক কানহাইয়ার জামিনের আবেদনকে আরও জোরালো করেছে বলে আইনজীবী মহলের ধারণা।