TRENDING:

Kangana Ranaut কৃষি আইন নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে! ২৪ ঘণ্টার মধ্যেই ঢোক গিলতে বাধ্য হলেন কঙ্গনা

Last Updated:

গতকাল কঙ্গনা দাবি করেছিলেন, বিতর্কিত যে তিন নতুন কৃষি আইন নরেন্দ্র মোদি সরকার বাতিল করেছে, তা কৃষকদের স্বার্থেই ফিরিয়ে আনা উচিত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি:  চাপে পড়ে কৃষি আইন নিয়ে নিজের বিতর্কিত মন্তব্য ফিরিয়ে নিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত৷ কৃষি আইন ফেরত আনা নিয়ে যে মন্তব্য তিনি করেছিলেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত বলেও দাবি করেছেন কঙ্গনা৷ বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি৷
চাপে পড়ে মন্তব্য ফিরিয়ে নিলেন কঙ্গনা রানাওয়াত৷
চাপে পড়ে মন্তব্য ফিরিয়ে নিলেন কঙ্গনা রানাওয়াত৷
advertisement

গতকাল কঙ্গনা দাবি করেছিলেন, বিতর্কিত যে তিন নতুন কৃষি আইন নরেন্দ্র মোদি সরকার বাতিল করেছে, তা কৃষকদের স্বার্থেই ফিরিয়ে আনা উচিত৷ কঙ্গনার এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে৷ হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে দলের তারকা সাংসদের এ হেন মন্তব্যে চাপে পড়ে বিজেপিও৷ কংগ্রেস অভিযোগ করে, কঙ্গনাকে সামনে রেখে বিতর্কিত কৃষি আইন ফিরিয়ে আনার ছক কষছে বিজেপি৷

advertisement

এ দিন অবশ্য এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা বলেন, ‘গতকাল সংবাদমাধ্যম আমকে কৃষি আইন নিয়ে প্রশ্ন করায় আমি বলেছিলাম যে কৃষকদেরই উচিত এই তিন আইন ফেরাতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা৷ যদিও আমার এই মন্তব্য অনেককেই হতাশ করেছে৷ তবে আমার এখন মাথায় রাখতে হবে, আমি এখন আর শুধু একজন অভিনেতা নই, বিজেপি-র একজন সাংসদও৷ ফলে এখন আমি যে মন্তব্যই করব তা আমার দলের পক্ষ থেকে হবে, আমার ব্যক্তিগত নয়৷ আমার মন্তব্য অনেককেই আঘাত করেছে, তার জন্য আমি দুঃখিত৷ আমি নিজের কথা ফিরিয়ে নিচ্ছি৷’

advertisement

আরও পড়ুন: বেঙ্গালুরুর যুবতীর দেহ ৫০ টুকরো করা খুনি লুকিয়ে বাংলায়? তদন্তে চাঞ্চল্যকর মোড়

মঙ্গলবার কঙ্গনা বলেন, ‘আমি যা বলছি তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু কৃষি আইনগুলি ফেরত আনা উচিত৷ কারণ এই আইনগুলি কৃষকদের স্বার্থেই তৈরি করা হয়েছিল৷ নিজেদের সমৃদ্ধির জন্যই কৃষকদের এই দাবি তোলা উচিত৷ কৃষকরা দেশের উন্নতির স্তম্ভ৷ কয়েকটি মাত্র রাজ্য এই আইনগুলির বিরোধিতা করেছিল৷ কৃষকদের স্বার্থেই এই আইনগুলি ফেরত আনার দাবি জানাচ্ছি আমি৷’

advertisement

কঙ্গনার এই মন্তব্যের তীব্র সমালোচনা করে এক্স হ্যান্ডেলে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘কৃষকদর উপরে চাপিয়ে দেওয়া তিনটি কৃষি আইন ফেরত আনার দাবি জানাচ্ছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত৷ দেশের ৭৫০ জন কৃষক শহিদ হওয়ার পর মোদি সরকারের ঘুম ভেঙেছে৷ বিজেপি সাংসদ আবার এই আইনগুলি ফেরত আনার ছক কষছেন৷ কংগ্রেস কৃষকদের সঙ্গে রয়েছে৷ নরেন্দ্র মোদি অথবা তাঁর সাংসদ যতই জোর করুন না কেন, এই কালো আইনগুলি কোনওদিনই ফিরবে না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২০ সালে সংসদে তিনটি নতুন কৃষি আইন পাস হওয়ার পর পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা তুমুল বিক্ষোভ শুরু করেন৷ প্রায় এক বছর দিল্লি সীমান্তে চলে কৃষকদের অবস্থান বিক্ষোভ৷ শেষ পর্যন্ত কৃষকদের চাপের কাছে নতি স্বীকার করে তিনটি বিতর্কিত কৃষি আইনই বাতিল ঘোষণা করে মোদি সরকার৷

বাংলা খবর/ খবর/দেশ/
Kangana Ranaut কৃষি আইন নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে! ২৪ ঘণ্টার মধ্যেই ঢোক গিলতে বাধ্য হলেন কঙ্গনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল