হিমাচলের কুল্লু জেলার মানালি উপবিভাগের সোলাং এবং পালচান অঞ্চলে দুর্যোগ-প্রভাবিত এলাকাগুলি পরিদর্শন করেন কঙ্গনা। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা এবং মানালির প্রাক্তন বিধায়ক গোবিন্দ সিং ঠাকুর। কঙ্গনার মানালিতে পৌঁছতেই বিক্ষোভ দেখান বেশকিছুজন স্থানীয় বাসিন্দা। “গো ব্যাক কঙ্গনা, ইউ আর লেট” স্লোগান দিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেন বাসিন্দারা। প্রসঙ্গত কঙ্গনার সঙ্গে থাকা বিজেপি নেতার সঙ্গে বাকবিতণ্ডাও বাধে স্থানীয় বিক্ষোভদকারীদের। অবশেষে পুলিশের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।
advertisement
পীড়িতদের শান্ত করতে গিয়ে কঙ্গনা বলেন, ‘‘আমার রেস্তোরাঁও এখানে। গতকাল মাত্র ৫০ টাকার বিক্রি হয়েছে। কর্মীদের বেতনই দিতে হয় ১৫ লক্ষ টাকা। একবার ভেবে দেখুন আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমিও হিমাচলী। আমিও সিঙ্গেল ওমেন। আমাকে এমনভাবে আক্রমণ করবেন না যেন আমি কিছুই করছি না’’। কঙ্গনার বার্তার ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রী আগেই জানিয়েছিলেন যে মানালিতেই তিনি তাঁর প্রথম ক্যাফে দ্য মাউন্টেন স্টোরি, খুলবেন। তবে, রেকর্ড বৃষ্টি এবং ভূমিধসের কারণে ক্যাফের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানালেন বিজেপি সাংসদ। অন্যদিকে ক্রমাগত বর্ষণ এবং মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়ঙ্কর পরিস্থিতি সমগ্র উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ জুড়েই।
এই বছরের বর্ষার শুরু থেকে, হিমাচল প্রদেশে রাজ্যটি ৪৬টি মেঘভাঙা বৃষ্টি, ৯৮টি আকস্মিক বন্যা এবং ১৪৫টি বড় ভূমিধস হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা প্রায় ৪১৯। ৪৫ জন এখনও নিখোঁজ।